মাথাপিছু আয় বৃদ্ধি নয় জনগণের ক্রয় ক্ষমতা বৃদ্ধি চাই
গত ১২ই আগষ্ট প্রাউটিষ্ট ইয়ূনিবার্সালের কেন্দ্রীয় সচিব আচার্য রবিশানন্দ অবধূত এক আলোচনা সভায় বলেন--- প্রাউট প্রবক্তার ভাষায় বর্তমান বাজারে প্রচলিত অর্থনীতি শুধু বস্তপচা তত্ত্ব কথার কচকচানি ছাড়া আর কিছু নয়৷ আচার্য রবিশানন্দ বলেন প্রাউটের দৃষ্টিতে অর্থনীতিকে অধিকতর বাস্তবমুখী ও প্রয়োগ ভৌমিক হতে হবে, যাতে সমাজের সকল শ্রেণীর মানুষের সার্বিক কল্যাণ সাধিত হয়৷ অর্থনীতির সংবাদে শুধু জিডিপি রেপোরেট হ্রাস-বৃদ্ধির মত কতকগুলি তত্ত্ব কথার ছড়াছড়ি৷ এর সঙ্গে সাধারণ মানুষের সার্বিক কল্যাণের কোন সম্পর্ক নেই৷ মানুষ এই সব কথার অর্থও বোঝে না৷