August 2021

বেচারামের সরকার এবার সংযত হোক!

নিরপেক্ষ

আপামর জনগণের বিশেষ করে বর্তমানে ১৮ বছরের  ঊধের্ব যাঁরা নাগরিক তাঁদের বোটদানে যাঁরা জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে দেশ শাসনে আসেন তাঁদের পবিত্রতম কর্ত্তব্য হলো সারা দেশের জনগণের আর্থিক ও সামাজিক নিরাপত্তাকে রক্ষা করা ও তাঁর সাথে সাথে দেশকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়া৷ অদ্যাবধি এদেশের বিভিন্ন দলের  নির্বাচিত জনপ্রতিনিধিগণ কী দেশকে উন্নতির পথে এগিয়ে নিয়ে গেছেন? এক কথায় উত্তর হলো তাঁরা নোংরা দলবাজি করতে এসেছেন ও দলীয় স্বার্থসিদ্ধি করতেই ওস্তাদ জনগণকে ভাঁওতা দিয়ে৷ তাইতো দেখা যায় সরকারে আসীন দলীয় প্রতিনিধিরা অধিকাংশই কোটিপতি ও লক্ষপতি হয়ে জনগণের ভাগ্যবিধাতা হয়ে মগডালে বসে হাওয়া খাচ্ছেন!

বিলাইপুরে অখণ্ড কীর্ত্তন

গত ৮ই আগষ্ট অসমের বরাক বঙ্গের হাইলাকান্দি জেলার বিলাইপুরে বিশিষ্ট আনন্দমার্গী নীরেন পালের বাড়ীতে তিন ঘন্টা অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠানের শুরুতে প্রভাত সঙ্গীত পরিবেশিত হয়৷ এরপর তিনঘন্টা ‘ৰাৰা নাম কেবলম্‌’ মহানাম মন্ত্র কীর্ত্তন পরিবেশিত হয়৷ কীর্ত্তন ও মিলিত ঈশ্বরপ্রণিধানের পর কীর্ত্তন ও আনন্দমার্গ দর্শনের বিভিন্ন দিক ব্যাখ্যা করে বক্তব্য রাখেন প্রবীণ আনন্দমার্গী সুবোধ দাশ, শিলচর ভুক্তিপ্রধান তাপস রায় (পান্নাদা), আচার্য পূর্ণব্রতানন্দ অবধূত, বিবেক ব্রহ্মচারী প্রমুখ৷ কীর্ত্তন শেষে নারায়ণ সেবার আয়োজন করা হয়েছিল৷ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন হাইলাকান্দি ডিটএস আচার্য মহিতোষ ব্রহ্মচারী৷

আর বঙ্গ ভঙ্গ নয়--- এবার চাই বাঙালীস্তান

আলিপুর দুয়ারের বিজেপি সাংসদ জন বারলা বার বার পৃথক উত্তরবঙ্গের দাবী তোলায় এবার পাল্টা প্রচারে মাঠে নেমেছে ‘আমরা বাঙালী’৷ মালদা থেকে  অসম সীমান্ত পর্যন্ত শুরু হয়েছে ব্যাপক প্রচার৷ পোস্টার, ঘরোয়া সভার মাধ্যমে উত্তরবঙ্গবাসীকে সচেতন করাই ‘আমরা বাঙালী’র প্রথম পর্বের কর্মসূচী৷

বনগাঁয় বাঙালী ছাত্র যুব সমাজের সভা

গত ১০ই আগষ্ট উত্তর ২৪ পরগণা জেলার বনগাঁ শহরে বাটার মোড়ে বাঙালী ছাত্র-যুব সমাজের পক্ষ থেকে একটি পথ সভার আয়োজন করা হয়েছিল৷ সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির ছাত্র সচিব তপোময় বিশ্বাস, চিরদীপ প্রামাণিক, অনিমেষ বিশ্বাস, অর্পিতা মণ্ডল প্রমুখ৷ ছাত্র-যুব সমাজের দাবী কোভিড বিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খোলা, সরকারী বেসরকারী ক্ষেত্রে ১০০ ভাগ বাঙালীর চাকরী, সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার ইত্যাদি৷

জেলায় জেলায়  ক্ষুদিরাম স্মরণ

১১ই আগষ্ট অগ্ণিযুগের বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস৷ ‘আমরা বাঙালী’র পক্ষ থেকে এদিন জেলায় জেলায় শহীদ ক্ষুদিরাম স্মরণে নানা অনুষ্ঠান করা হয়৷  হুগলী জেলার চুঁচুড়াতে ‘আমরা বাঙালী’র পক্ষ থেকে এই দিন  ক্ষুদিরামের মূর্ত্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পন করে শ্রদ্ধা জানান কেন্দ্রীয় সচিব জ্যোতিবিকাশ সিন্‌হা জেলা কমিটির সদস্য অমলেশ গুঁই প্রমুখ৷ প্রবীন আমরা বাঙালী নেতা শ্রী প্রভাত খান স্বরচিত কবিতা পাঠ করে  শহীদ ক্ষুদিরামকে শ্রদ্ধা নিবেদন করেন৷

আর্জেন্টিনায় এ্যামার্টের ত্রাণ

বিশ্বের আর্ত ক্ষুধার্ত মানুষের পাশে ত্রাণসামগ্রী পৌঁছে দিচ্ছে আনন্দমার্গ ইয়ূনিবার্র্সল রিলিফটিম৷ আনন্দমার্গ প্রচারক সংঘের কেন্দ্রীয় জনসংযোগ সচিব আচার্য দিব্যচেতনানন্দ অবধূত জানান--- বিশ্বের বিভিন্ন প্রান্তে আর্ত মানুষের পাশে দাঁড়িয়ে এ্যামার্ট কর্মীরা সেবাকার্য করে চলেছে৷ সম্প্রতি অবধূতিকা আনন্দ মনিদীপা আচার্যার পরিচালনায় আর্জেন্টিনার বুয়েন্স এায়ারসে দুই শতাধিক দুস্থ মানুষের হাতে বিভিন্ন প্রকার খাদ্য-দ্রব্য, শীতবস্ত্র ইত্যাদি তুলে দেওয়া হয়৷

হাওড়া ও হুগলীতে এ্যামার্টের ত্রাণ

হাওড়া জেলা আমতা উদয়নারায়ণপুর ও হুগলী খানাকুলের বিস্তীর্ণ অঞ্চল বন্যা কবলিত৷ আনন্দমার্গ ইয়ূনিবার্র্সল রিলিফ টীমের দুই জেলার কর্মীরা বন্যা কবলিত মানুষদের হাতে নিত্যপ্রয়োজনীয় ত্রাণসামগ্রী পৌঁছে দিচ্ছেন৷ প্রায় ১৫০০ মানুষের কাছে তারা খাদ্যদ্রব্য ও অন্যান্য সামগ্রী তুলে দেন৷ এই ত্রাণকার্য পরিচালনা করেন---অবধূতিকা আনন্দরূপালীনা আচার্যা, জেলার ভুক্তিপ্রধান সুব্রত সাহা, আচার্য স্বরূপ ব্রহ্মচারী, মহাব্রতদেব, চাঁদমোহন পাল, সুশান্ত শীল, শ্যামাপদ হালদার,আচার্য সুবিকাশানন্দ অবধূত প্রমুখ৷

বিশ্বশান্তি সম্মেলনে আমন্ত্রিত বাঙলার মুখ্যমন্ত্রী

কমুয়ূনিটি.ডি সান্টিজিদিয়ো বিশ্বের পিছিয়ে পড়া গরিব দুঃস্থ মানুষদের নিয়ে কাজ করে৷ সারা পৃথিবীর রাজনীতি সংস্কৃতি ও ধর্মীয় জগতের প্রতিনিধিদের নিয়ে শান্তি ও সামাজিক ন্যায় সম্মেলন করে আসছে  সংস্থাটি তিনদশকেরও বেশী সময় ধরে৷ এবছর রোমে এই সম্মেলনে আমন্ত্রিত হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এই সম্মেলনে আরও আমন্ত্রিত আছেন পোপ ফ্রান্সিস, জার্র্মন চান্সেলার আঞ্জেলা মার্কেল, ইতালির শীর্ষ রাজনৈতিক নেতা ও বিশ্বের বিভিন্ন প্রান্তের ধর্মীয় ও সাংস্কৃতিক জগতের প্রধানরা৷ সংস্থার প্রেসিডেন্ট প্রফেসর মার্র্কে ইম্পা গ্লিয়াজো এই আমন্ত্রণ পত্র  পাঠিয়েছেন বাঙলার মুখ্যমন্ত্রীকে৷ আগামী ৬ই ও ৭ই অক্ট

আমাশয় (Dysentery)

লক্ষণ ঃ বার বার মলের বেগ আসা ও অল্প পরিমাণে মল নিঃসারিত হওয়া, কুন্থনের ইচ্ছা, নাভির নিকটে যন্ত্রণা প্রভৃতি৷

কলা

যদিও সাধারণ অর্থে ‘কদলী’ ৰলতে সব কলাকেই ৰোঝায়, তবু বিশেষ অর্থে ‘কদলী’ অর্থে কাঁচকলা আর ‘রম্ভা’ মানে পাকা কলা৷ এখানে কাঁচকলা বলতে আমরা সেই কলাকে ৰোঝাচ্ছি যা কাঁচা অবস্থায় তরকারী রেঁধে খাওয়া হয়, আর পাকা অবস্থায় সাধারণতঃ খাওয়া হয় না৷ কলা সমস্ত গ্রীষ্মপ্রধান দেশেই জন্মায়৷ তবে কলার আদি নিবাস পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জ–ড্র্ত্রব্দব্ধ ঢুস্তুন্ন্দ্বব্দ ট্টব্জন্তুড়ন্হ্মন্দ্বপ্) অর্থাৎ মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স প্রভৃতি দেশ৷ ভারতও অন্যতম কলা–উৎপাদনকারী দেশ৷ কেবল ভারতেই শতাধিক প্রজাতির গাছ রয়েছে৷ ভারত ও বহির্ভারত নিয়ে সমগ্র বিশ্বে কলার প্রজাতির সংখ্যা দেড় হাজারের মত৷ ভারতের কেরলেই সবচেয়ে বেশী প্রজা