মণিপুরে রাষ্ট্রপতি শাসনের দাবী
মণিপুরের অশান্তি ও হিংসায় লাগাম টানতে রাষ্ট্রপতি শাসনের দাবি তুললো নাগরিক অধিকার রক্ষা কমিটি৷ কেন্দ্রীয় কমিটির দুই সাধারণ সম্পাদক আলী রাজা উসমানী ও কিশোর ভট্টাচার্য, কমিটির সচিব সাধন পুরকায়স্থ ও কাছাড় জেলা কমিটির সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুল হাইলস্কর গত রবিবার এক বার্র্তয় জানান, মণিপুরের বর্তমান মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ এর উপর আস্থা রাখতে গিয়ে তলানিতে গিয়েছে রাজ্যের শাসন ব্যবস্থা৷