গার্লস ভলান্টিয়ার্স কলকাতা আয়োজিত ১৭ই সেপ্ঢেম্বর,২৩ অবধূতিকা আনন্দপ্রচেতা আচার্যা স্মরণে একদিবসীয় নক---আউট গার্লস ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় মধ্যআনন্দনগর আনন্দমার্গ প্রাইমারী স্কুল প্রাঙ্গণে৷ ছয়টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যথাক্রমে---বাঙ্গিডিরি বনাম গুরুকুল কোটশিলা, ধাধিকা-মোহালিটোলা বনাম কদম ঝরা,পগরো, (কেদারট্যাঁড় মহিলা ফুটবল ক্লাব), জয়পুর বনাম আনন্দনগর৷ বিজয়ী চ্যাম্পিয়ান টীমকে পাঁচ হাজার টাকা ও চ্যাম্পিয়ান ট্রফি আর রানার্স টীমকে চার হাজার টাকা ও রানার্স ট্রফি দেওয়া হয়৷ এছাড়া সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়, গোলরক্ষক, গোলদাতা ও অন্যান্যদের পুরস্কৃত করা হয়৷ বিজয়ী চ্যাম্পিয়ান হয় (কেদাট্যাঁড় মহিলা