April 2024

তিলজলা ও নোড়াদহে বর্ষবরণ উৎসব পালন

গত রবিবার ১৪৩১ বঙ্গাব্দের প্রথম দিন  ১লা বৈশাখ ‘আমরা বাঙালী’ সংঘটনের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে কলিকাতায় কেন্দ্রীয় জাগৃতি ভবনে ‘নববর্ষ বরণ’ অনুষ্ঠান উদযাপন করা হয়৷ উৎসবের অঙ্গ হিসাবে সর্বপ্রথম সকাল ৭-০০টা থেকে ১০-০০টা পর্যন্ত *বাবা নাম কেবলম* মহামন্ত্র কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ কীর্ত্তন শেষে সাধনা, সাধ্যায়,বর্ণার্ঘদান ইত্যাদি চলে৷ স্বাধ্যায়ে শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর রচিত গ্রন্থ থেকে নববর্ষ সম্পর্কে প্রদত্ত প্রবচনটি পাঠ করেন শ্রদ্ধেয় আচার্য নিত্যসত্যানন্দ অবধূত৷ অত:পর উপস্থিত ভক্তমন্ডলী মার্গগুরুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন৷

ধনমুখী কেন্দ্রীত অর্থনীতিকে গণমুখী করতে হবে

প্রবীর সরকার

ব্যষ্টি নিয়ন্ত্রিত ও রাষ্ট্র নিয়ন্ত্রিত উৎপাদন ব্যবস্থাই অদ্যাবধি পৃথিবীর অর্থনৈতিক ব্যবস্থাকে ও মূলতঃ বন্টন ব্যবস্থাকে পরিচালিত করছে৷ এদের যথাক্রমে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা ও রাষ্ট্রনিয়ন্ত্রক সাম্যবাদী অর্থনৈতিক ব্যবস্থা বলে উল্লেখ করা হয়৷

আজ এই দুটিই উৎপাদন ও বন্টন ব্যবস্থাই শোষণের হাতিয়ার হিসাবে চিহ্ণিত হচ্ছে৷  সারা পৃথিবীতে চলছে চরম অর্থনৈতিক শোষণ৷ বর্ত্তমানে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থাই স্বনামে ও বেনামে কাজ করে চলেছে৷ এই দুই ক্ষেত্রেই শ্রমিক, বুদ্ধিজীবী নানাভাবে আর্থিক দিক থেকে শোষিত হচ্ছে৷

গীতায় ধর্মদেশনা –– ১

ধৃতরাষ্ট্রঃ উবাচ অর্থাৎ ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করছেন ঃ

‘‘ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসবঃ৷

মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিমকুর্বত সঞ্জয়৷৷’’

সদ্বিপ্র বোর্ড

আগে আমি বহুবার বলেছি যে যাঁরা আধ্যাত্মিক নীতিবাদ তথা ‘‘যম–নিয়ম’’ পালন করেন আর যাঁরা পরম চৈতন্য সত্তার প্রতি অনুরক্ত তাঁরাই হলেন সদ্বিপ্র৷ মানুষ সদ্বিপ্রকে চিনে নেবে তাঁর আদর্শ আচরণ, নিঃস্বার্থ সেবা, কর্ত্তব্যপরায়ণতা আর নৈতিক দৃঢ়তার মধ্যে দিয়ে৷ একমাত্র সদ্বিপ্ররাই নিঃস্বার্থভাবে মানুষের সেবা করতে পারে আর সকলকে সর্বাত্মক প্রগতির পথে নিয়ে চলতে পারে৷ এই সদ্বিপ্ররা–যারা সঠিক জীবনাদর্শকে অনুসরণ করে আর যথাযথ সাধনা পদ্ধতির অনুশীলন করে–তারাই ভবিষ্যতে মানবসমাজের নেতৃত্বে অধিষ্ঠিত থাকবে৷

গণতন্ত্রের পাঠ

আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রাথমিক পাঠ হলো জনগণের জন্যে, জনগণের দ্বারা, জনগণের শাসন৷ কিন্তু স্বাধীনতার ৭৭বছর পরেও দেশের জনগণ ও দেশের নেতা মন্ত্রীরা গণতন্ত্রের এই প্রথম পাঠ বিষয়ে কতটা সচেতন! প্রথম কথা সার্থক গণতন্ত্রের প্রথম শর্তই হচ্ছে জনগণের সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক বিষয়ে সচেতনতা৷ কিন্তু আজও ভারতের ৮০ শতাংশ মানুষের এই চেতনা নাই৷ জনগণের অশিক্ষার সুযোগ নিয়ে জনগণকে নানা প্রলোভনে প্রভাবিত করে একবার ক্ষমতায় বসতে পারলেই প্রাগৈতিহাসিক সমাজ ব্যবস্থার---‘‘জোর যার মুল্লুক তার’’ পাশবিক নীতিকে আঁকড়ে ধরে৷

ধনীর সেবাদাস সরকার কালো সোনার ভাণ্ডার তুলে দিল ধনকুবেরের হাতে

প্রভাত খাঁ

এই সম্পদে পরিপূর্ণ বসুন্ধরার মালিক প্রধানতঃ গণতান্ত্রিক রাষ্ট্রের ৫ বছরের জন্য যাঁরা জনগণের বোটে নির্বাচিত হয়ে দেশসেবা  করার জন্য আসেন তাঁরা৷ সেই সম্পদ লুঠ পাট করার জন্য আসেন না তাকে রক্ষা করার জন্যই আসেন৷ কিন্তু অত্যন্ত দুঃখের কথা হলো এই বিরাট দেশের দলতান্ত্রিক শাসকগণ দেখা যাচ্ছে কেন্দ্রে যেকটি এসেছে সেই কটির সবগুলি হয়ে দাঁড়িয়েছে অত্যন্ত নিষ্ঠুর ও স্বৈরাচারী শাসক৷ বিশেষ করে পর পর দুই এর অধিক বার শাসনে থেকে!

বিশুদ্ধ ও আজ্ঞা চক্রের উপর মহাবিশ্বের জ্যোতিষ্ক সমূহের প্রভাব

সমরেন্দ্রনাথ ভৌমিক

এ পর্যন্ত বিজ্ঞানীরা মহাকাশের জ্যোতিষ্কদের উৎপত্তি সম্পর্কে বলেছেন---নিহারিকা Nebula) থেকে তারা জগৎ বা ছায়াপথ Galaxy) তৈরী হয়েছে৷ আমরা যে তারা জগৎ বা ব্রহ্মাণ্ড Galaxy) এর মধ্যে বাস করি, তা মোটামুটি দশহাজার কোটি (১০,০০০ কোটি) নক্ষত্র নিয়ে গঠিত হয়েছে৷ এই বিপুল সংখ্যক নক্ষত্র নিয়ে গঠিত হয়েছে৷ এই বিপুল সংখ্যক নক্ষত্র বা তারাদের কেন্দ্র করে পৃথিবী নামক গ্রহটি ঘুরে চলেছে৷ আমরা হ’লাম এই পৃথিবী গ্রহের  বাসিন্দা৷ আমাদের ব্রহ্মাণ্ড Galaxy)-টির কেন্দ্র হ’তে ৩৩০০০ আলোকবর্ষ দূরে আমরা হ’লাম ওর শহর তলীর বাসিন্দা৷ মহাকাশের বুকে এরূপ অগণিত ব্রহ্মাণ্ড সমূহকে নিয়ে গঠিত হয়েছে মহাবিশ্ব Universe)৷

আমেরিকার পর এবার চাঁদের মাটি স্পর্শ করতে চলেছেন একজন জাপানি

সম্প্রতি জাপানের প্রধানমন্ত্রী ফুমিয়ো কিশিদা আমেরিকা সফরে গিয়েছেন৷ তাঁকে সঙ্গে নিয়ে করা সাংবাদিক বৈঠকেই এই ঘোষণা করেছেন বাইডেন৷ জাপানের সঙ্গে হাত মিলিয়ে নাসার চন্দ্র অভিযান প্রসঙ্গে তিনি বলেন, ‘‘নাসার ভবিষ্যতের অভিযানে দু’জন জাপানি মহাকাশচারী থাকবেন৷ তাঁদের মধ্যে এক জন হবেন চাঁদে পা রাখা প্রথম ব্যক্তি, যিনি আমেরিকান নন৷’’২০২৬ সালের মধ্যে চাঁদে মহাকাশচারী পাঠানোর পরিকল্পনা করেছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা৷ ‘আর্টেমিস’ অভিযানের তোড়জোড় চলছে জোরকদমে৷ তার মাঝেই আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়ে দিলেন, নাসার অভিযানের সঙ্গে চাঁদে পা রাখতে চলেছেন ভিন্‌দেশীরাও৷ এত দিন পর্যন্ত শুধু আমেরিকা

লকেটের কিউ আর কোড! কিশোরকে ফেরাল বাবা-মায়ের কাছে

গলায় ঝোলানো লকেটে কিউআর কোড৷ আর সেই কিউআর কোডই হারানো পুত্রকে ফিরিয়ে দিল মুম্বইয়ে এক দম্পতির কাছে৷

কিশোরের নাম বিনায়ক কোলি৷ সে বিশেষ ভাবে সক্ষম৷ মুম্বইয়ের ওরলি এলাকার বাসিন্দা বিনায়ক৷ বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় বাড়ির বাইরে বেরিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল সে৷ আশপাশের এলাকায় খুঁজে না পেয়ে উদ্বিগ্ণ পরিবার কোলাবা থানায় নিখোঁজ ডায়েরি করে৷ কিশোরকে খুঁজতে একটি দল গঠন করে কোলাবা থানা৷

কলকাতায় জলসত্র

কলিকাতাসহ গোটা রাজ্যে চলছে তাপপ্রবাহ৷ সকাল ৯টার পরই রাস্তায় বেরনো অসম্ভব হয়ে পড়ে৷ তবুও মানুষকে পথে বেরোতেই হয় নানা কাজে৷ পথ চলতি তাপ-ক্লান্ত মানুষদের পাশে দাঁড়িয়েছে বলান্টিয়ার্স সোসাল সার্বিস ও গার্লস বলান্টিয়ার্সের কর্মীরা গত ১লা বৈশাখ থেকে প্রত্যহ বেলা ১০টা থেকে অপরাহ্ণ ৪টা পর্যন্ত পূর্ব কলকাতায় আনন্দপুর থানা এলাকায় পথ চলতি মানুষের হাতে ঠাণ্ডা পানীয় জল তুলে দিচ্ছেন৷