October 2024

ডিভিসির ছাড়া জলে বন্যার কবলে দক্ষিণবঙ্গ

 ডিভিসির ছাড়া জলে বন্যার কবলে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল৷ হুগলী জেলার আরামবাগ, খানাকুল, হাওড়া, উদয় নারায়ণপুর, পশ্চিম মেদিনীপুরের ঘাটাল সহ বাঁকুড়া, বীরভূম, বর্ধমানের বেশ কিছু অংশ প্লাবিত হয়েছে৷ সরকারী হিসেবে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৪৫ লক্ষ মানুষ৷ এই সংবাদ লেখার সময় পর্যন্ত রাজ্যে ১৯ জনের মৃত্যু হয়েছে৷ রাজ্য ও কেন্দ্রের বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধার কার্যে নেমেছে৷ এখনও পর্যন্ত ১লক্ষ ৪৪ হাজার মানুষকে প্রশাসনিক উদ্যোগে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে৷ রাজ্যের মুখ্যমন্ত্রী হুগলী ও পশ্চিম মেদিনীপুরের বন্যা কবলিত বেশ কিছু অঞ্চল ঘুরে দেখেন৷

পারমাণবিক কেন্দ্র তৈরী হতে পারে চাঁদের জমিতে

চাঁদে নিরবছিন্ন বিদ্যুৎ সরবরাহের কথা মাথায় রেখে রাশিয়া ও চিন ২০৩৫ সালের মধ্যে চাঁদের বুকে পারমাণবিক চুল্লি তৈরির পরিকল্পনা করেছে৷ আর এই অভিযানে রাশিয়ার সঙ্গে দুই যুযুধান ভারত-চিন হাত মিলিয়েছে বলে খবর৷ রাশিয়ার সংবাদমাধ্যম ‘তাস’-এ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা ‘রসকসমস’ এবং চিনের মহাকাশ গবেষণা সংস্থা ‘সিএনএসএ’ যৌথ উদ্যোগে চাঁদের বুকে ঘাঁটি গড়ে তুলতে আগ্রহী৷ এই অভিযানে রাশিয়া-চিনের সঙ্গে থাকবে ভারতও৷ ২০৪০ সালের মধ্যেই পৃথিবী থেকে মহাকাশচারীদের পাঠিয়ে চাঁদে গবেষণা ও অন্বেষণ চালানোর জন্য প্রয়োজনীয় বন্দোবস্তের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা সেরে রাখতে চায় রাশিয়া৷ চাঁ

সুনিতাদের দীর্ঘ পাঁচ মাস অপেক্ষার দিন শুরু

মাস তিনেক আগে ফ্লোরিডা থেকে তাঁদের নিয়ে মহাকাশযান রওনা দিয়েছিল মহাশূন্যের উদ্দেশে৷ সেই বাহন ফিরে এসেছে পৃথিবীতে৷ কিন্তু এখনও মহাকাশেই আটকে আছেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান মহাকাশচারী সুনীতা উইলিয়ামস৷ মহাকাশে তাঁর সঙ্গী আর এক আমেরিকান বুচ উইলমোর৷ পৃথিবীপৃষ্ঠ থেকে ৪২০ কিলোমিটার উচ্চতায় আন্তর্জাতিক স্পেস স্টেশনে রয়েছেন তাঁরা৷ সেখান থেকেই সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন দুই নভশ্চর৷ প্রতিটি প্রশ্ণের উত্তরও দিয়েছেন৷ গত শুক্রবার রাতে তার সরাসরি সম্প্রচার করেছে আমেরিকান মহাকাশ গবেষণা সংস্থা নাসা৷ মহাকাশে কেমন দিন কাটছে? যে যানে চড়ে গিয়েছিলেন, তা ফেরত পাঠানোর সময় কেমন অনুভূতি হল?

চুঁচুড়ায় দুঃস্থদের মধ্যে আহার্য প্রদান

গত ৩০শে আগষ্ট চুঁচুড়া আনন্দমার্গ ত্রাণ শাখার পক্ষ থেকে এলাকার কয়েকটি স্থানে কিছু দুঃস্থ মানুষদের মধ্যে আহার্য প্রদান করা হয়৷ আনন্দমার্গের প্রবীন সাধক স্নেহময় দত্ত তাঁর প্রয়াত স্ত্রী কৃষ্ণা দত্তের স্মরণে নিজ উদ্যোগে এই ব্যবস্থা করেন৷ আহার্য প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্গের কর্মী মানস মণ্ডল, রঞ্জন দে ও মিতালী সানা৷

চুঁচুড়ায় অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠান

গত ১লা সেপ্ঢেম্বর আনন্দমার্গের প্রবীন সাধক শ্রী স্নেহময় দত্তের বাসগৃহে অখণ্ড ৰাৰা নাম কেবলম্‌ স্থানীয় মার্গের সকল সাধক-সাধিকাবৃন্দের ভক্তিমূলক কীর্ত্তন পরিবেশনায় উপস্থিত সকলে আপ্লুত হন৷ অনুষ্ঠানে শ্রী দত্তের আত্মীয়-পরিজন ও প্রতিবেশীরা উপস্থিত ছিলেন৷ কীর্ত্তন ও পূজা পাঠ শেষে মিলিত আহারে সকলে অংশগ্রহণ করেন৷

দলীপ ট্রফিতে ব্যাট হাতে নজির গড়েছেন বাঙলার ঈশ্বরণ

এখনও ভারতীয় দলে অভিষেক হয়নি৷ কিন্তু ঘরোয়া ক্রিকেটে নজর কাড়ছেন অভিমন্যু ঈশ্বরণ৷ দলীপ ট্রফিতে ব্যাট হাতে নজির গড়েছেন তিনি৷ ঈশ্বরণ নাম লিখিয়েছেন ওয়াসিম জাফর, গৌতম গম্ভীরদের ক্লাবে৷ ২১ বছর পরে আবার কোনও ভারতীয় ক্রিকেটার এই কীর্তি করেছেন৷

কোচবিহারে সাধনা শিবির

গত ১৩-১৫ই সেপ্ঢেম্বর কোচবিহার নিউটাউন আনন্দমার্গ স্কুলে তিনদিনের একটি সাধনা শিবির অনুষ্ঠিত হয়৷ এই শিবিরে জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় দুইশত মার্গী ভাই বোন যোগ দিয়েছিলেন৷ শিবিরের মুখ্য প্রশিক্ষক ছিলেন আচার্য বিকাশানন্দ অবধূত৷ তিনি সাধনা সংক্রান্ত বিভিন্ন বিষয়ের ওপর আলোচনা করেন৷ তাঁর মনোজ্ঞ আলোচনায় মার্গী ভাইবোনরা অত্যন্ত উপকৃত হয়৷ তারা দৈনন্দিন সাধনার সময় যেসব ভুল ত্রুটি ছিল তা বুঝে সংশোধন করে নেন ও সাধনায় অনুপ্রাণিত হন৷ তিনদিনের এই সাধনা শিবিরে আচার্য বোধিসত্ত্বানন্দ অবধূত তাঁর ক্লাসে মার্গীদের প্রাত্যহিক দুবেলা সাধনায় বসতে অনুপ্রাণিত করেন৷ এই সাধনা শিবিরটি পরিচালনা করেন কোচবিহার ডিট.এস

মানুষের প্রকৃত প্রতিষ্ঠা

গুরু তিন প্রকারের, শিষ্যও তিন প্রকারের৷ মানুষের অভিব্যক্তিও তিন প্রকারের, বৈদ্যকেও তিন প্রকারের বলা হয়ে থাকে৷ অধম বৈদ্য তিনি, যিনি কেবল ওষুধ বলে দেন, মধ্যম বৈদ্য তিনি যিনি ওষুধ তো বলেই দেন, সঙ্গে সঙ্গে এটাও জেনে নেন যে রোগী সেটা ব্যবহার করতে পারবে কী না৷ যিনি উত্তম বৈদ্য তিনি ওষুধও বলে দেন, জেনেও নেন, আর সঙ্গে সেটা ব্যবহারের ব্যবস্থাও করে দেন৷ অধম ও মধ্যম স্তরের বৈদ্য বস্তুতঃ বৈদ্য নয়, কেবল উত্তম স্তরের বৈদ্যই বাস্তবিক বৈদ্য৷ সেই রকমই অধম স্তরের গুরু ভাল ভাল কথা শুণিয়ে দেন৷ মধ্যম স্তরের গুরুও ভাল কথা শুণিয়ে দেন, আবার তার সম্বন্ধে জেনেও নেন৷ উত্তম স্তরের গুরু ভাল কথা শুণিয়ে দেন, জিজ্ঞেস করে

ভাবজড়তা থেকে সাবধান

সংরচনাগত অখণ্ডতার ব্যাপারে ৰলা যেতে পারে, সর্বোৎকৃষ্ট আকৃতি হচ্ছে ডিম্বাকৃতি৷ লাতিন ‘ওবাম’ শব্দটির অর্থ হচ্ছে ডিম৷ তাই ‘ওবাল’ শব্দের অর্থ ডিমের মত অর্থাৎ পুরোপুরি না হলেও কিছুটা ডিমের মত৷ পুরোপুরি ডিম্বাকৃতি নয়, তৰে প্রায় ডিম্বাকৃতি৷ সকল জ্যোতিষ্কই এই আকৃতির৷ সংস্কৃতে তাই বিশ্বকে ৰলা হয় ৰ্রহ্মাণ্ড৷ ‘অণ্ড’ মানে ডিম৷ সংস্কৃত ‘অণ্ড’ শব্দ থেকে উর্দু ‘অল্ডা’ শব্দটি এসেছে৷ এখন, আমাদের এই বিশ্বটা খুৰই বড় কিন্তু অনন্ত নয় ও এর আকৃতিটা দেখতে ডিম্বাকার, অর্থাৎ এর একটা সীমারেখা আছে৷

বিভিন্ন বিবাহ পদ্ধতি

(মহান দার্শনিক শ্রীপ্রভাতরঞ্জন সরকার তাঁর শব্দ চয়নিকা–২৬ খণ্ড গ্রন্থের বিভিন্ন স্থানে ‘নারীর মর্যাদা’ বিষয়ক অনেক কিছুই বলেছেন৷ ওই গ্রন্থ থেকে কিছু অংশ সংকলিত করে প্রকাশ করা হচ্ছে৷         –সম্পাদক)

পূর্ব প্রকাশিতের পর

শৈব প্রথা