হাওড়ার রাণীহাটিতে কীর্ত্তন দিবস পালন
গত ৮ই অক্টোবর হাওড়া রাণীহাটি আনন্দমার্গ আশ্রমে কীর্ত্তন দিবস পালন করা হয়৷ এই উপলক্ষ্যে জেলার বিভিন্ন ইয়ূনিটের মার্গী ভাই বোনেরা আশ্রমে সমবেত হন৷ সকলে এক স্বর্গীয় পরিবেশে ৩ ঘন্টা অখণ্ড ‘ৰাৰা নাম কেবলম্’ মহামন্ত্র কীর্ত্তনে আপ্লুত ছিলেন৷ কীর্ত্তন শেষে মিলিত ঈশ্বর প্রণিধান, স্বাধ্যায় ও কীর্ত্তন মাহাত্মের ওপর আলোচনার পর অনুষ্ঠান সমাপ্ত হয়৷