গত ২১-২২ অক্টোবর ২০২৪, মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস, কলোরাডো ও নিউইয়র্ক থেকে আগত মার্গীবোনেরা এই প্রথম ভারতবর্ষের পবিত্র ভূমি আনন্দনগর দর্শন করতে আসেন৷ আনন্দনগরের কীর্ত্তন আর তন্ত্রপীঠে সাধনার ফলে তাঁদের অন্তর পরিপূর্ণ ও উদ্বেলিত হয়ে ওঠে৷ তাঁরা অস্থিপাহাড়ের ডাইনোসরের জীবাস্ম, অস্থি সায়রের দৃশ্যপট (অস্থিড্যাম), মাল্টা ও মোসাম্বির সুপরিকল্পিত চাষাবাদ, উমানিবাস গার্লস চিল্ড্রেন্স হোম, গার্লস প্রাউটিষ্ট ভবন, বাবা স্মৃতিসৌধ, বাবা স্মৃতিসৌধ জলাধার, নবচক্র গুহা, মৃত আগ্ণেয়গিরি সাথে অন্যান্য সেবামূলক প্রকল্প ও প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করে মুগ্দ হন৷