লিখিত ভাবে আবেদন জানিয়েছে তারা৷ এই বছর অলিম্পিক্সের আগে ক্রীড়াবিদদের কেন্দ্র তরফে জানানো হয়েছিল অলিম্পিক্স আয়োজনের খুঁটিনাটি দেখে আসতে৷ যাতে ভারত অলিম্পিক্স আয়োজন করতে পারে৷
সংবাদ সূত্রে জানা গিয়েছে, গত ১ অক্টোবর আইওএ লিখিত ভাবে অলিম্পিক্স আয়োজনের ইচ্ছাপ্রকাশ করেছে৷ গত বছর কেন্দ্রীয় দফতর থেকে প্রথম বার ভারতের অলিম্পিক্স আয়োজনের কথা বলেছিলেন৷ তার পরেই শুরু হয়েছিল প্রস্তুতি৷ তবে ভারত আবেদন করলেই অলিম্পিক্স আয়োজনের অনুমতি পাবে এমন নয়৷ কারণ ভারত ছাড়াও ২০৩৬ সালের অলিম্পিক্স আয়োজন করার দৌড়ে রয়েছে সৌদি আরব, কাতার, মেক্সিকো, ইন্দোনেশিয়া, পোল্যান্ড, মিশর, দক্ষিণ কোরিয়া এবং তুরস্ক৷