December 2024

ধোঁয়াশার জালে দিল্লির পরিবেশ

গত বুধবার দিল্লি সহ নয়ডা, গাজিয়াবাদ, গুরুগ্রাম, এবং ফরিদাবাদে পুরু ধোঁয়াশার আস্তরণ দেখা যায়৷ দিল্লিতে ইতিমধ্যেই ৪০০ পার করেছে বাতাসের গুণমান সূচক৷ এর অর্থ দিল্লির বাতাস ‘অত্যন্ত হানিকারক’৷ উল্লেখ্য, গত দু’সপ্তাহ ধরে দিল্লির বাতাসের অবস্থা ছিল ‘অত্যন্ত খারাপ’৷ সম্প্রতি পরিস্থিতি আরও খারাপ হয়েছে৷ অন্যদিকে, বাতাসের গুণমান সূচক অনুযায়ী, গুরুগ্রাম, নয়ডা এবং গাজিয়াবাজের বাতাসের অবস্থা ‘খারাপ’৷     

কলকাতার কপালে বরাদ্দ ৪০কোটি টাকা

১০০ দিনের কাজ সহ বিভিন্ন খাতে বছরের পর বছর রাজ্যের প্রাপ্য আটকে রেখেছে কেন্দ্র নানা অজুহাতে৷ বিরোধীরা যতই পশ্চিমবঙ্গ সরকারের নিন্দা করুক কেন্দ্রীয় সরকারেই বিভিন্ন দফতর রাজ্য সরকারের কাজের প্রশংসা করতে বাধ্য হয়েছে৷ এবার কলকাতা পুরসভার ‘অম্রুত’ প্রকল্পে সফলতার জন্য পুরসভাকে ৪০ কোটি টাকা উৎসাহ ভাতা দিয়েছে কেন্দ্রের মোদি সরকার৷ মূলত পানীয় জল সরবরাহ ও নিকাশির কাজে সফলতার বিভাগেই ২০ কোটি করে টাকা দেওয়া হয়৷ পুরসভার পক্ষ থেকে জানান হয় বিভিন্ন রাস্তায় জমা জলের সমস্যা মেটাতে, মাটির নীচের নিকাশি নালার পলি তুলতে ইত্যাদি মোট ১১টি প্রকল্পের কাজ হবে এই টাকায়৷ পুরসভার এক শীর্ষ কর্র্ত জানান---পুরসভার বিভিন্

পুঁজিপতি শোষকের চতুর পরিকল্পনায় দুর্নীতির ঘূর্ণিপাকে ভারতের রাজনীতি

চারবছর পর আবার মার্কিন প্রেসিডেন্ট পদে ফিরে আসলেন ডোনাল্ড ট্রাম্প৷ জয় নিশ্চিত হতেই তিনি ঘোষণা করেন---যুদ্ধ বন্ধ করে শান্তি ফিরিয়ে আনব৷ প্রবীন প্রাউটিষ্ট নেতা শ্রীপ্রভাত খাঁ বলেন---২০১৪ সালে আমরাও শুণেছিলাম ‘আচ্ছা দিন এসে গেছে’৷ গত দশ বছরে সেই আচ্ছা দিন আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি৷ ট্রাম্প বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন কিনা সেটা সময়ই বলে দেবে৷ শান্তির আশায় এখুনি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই৷

মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে বাংলায় ব্যালট

মার্কিন যুক্তরাষ্ট্রে নিউইয়র্ক শহরে রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট পেপারে স্থান পেল বাংলা ভাষা৷ মোট ৬০টি নির্র্বচন কেন্দ্রের ব্যালটে বাংলা ভাষা থাকবে৷ মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে এশিয়ার চারটি ভাষা স্থান পেয়েছে৷ বাংলা ছাড়াও থাকছে কোরিয়ান, চিনা ও স্প্যানিশ ভাষা৷

শান্তির বার্তা

মার্কিন মসনদে ফিরে এলেন ডোনাল্ড ট্রাম্প৷ চারবছর আগের পরাজয়ের গ্লানি মুছে দ্বিতীয় বার মার্কিন প্রেসিডেন্ট হলেন তিনি৷ দুবারই আমেরিকায় প্রথম মহিলা প্রেসিডেন্ট হওয়ার পথে কাঁটা হয়ে দাঁড়ালেন ট্রাম্প৷ প্রথমবার ২০১৬ সালে তাঁর বিরুদ্ধে প্রার্থী ছিলেন হিলারি ক্লিনটন এবারেও তাঁর বিরুদ্ধে ছিলেন ডেমোক্র্যাট দলের মহিলা প্রার্থী কমলা হ্যারিস৷ দ্বিতীয় বার হেরে আবার ফিরে আসার ক্ষেত্রে ট্রাম্প দ্বিতীয়৷ এর আগে গ্লোভার ক্লেভল্যাণ্ড ১৮৮৫ সালে ও ১৮৯৩ সালে দুবার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন৷ মাঝে ১৮৮৯ সালে তিনি পরাজিত হয়েছিলেন৷ দেশের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ট্রাম্পের ঘোষনা করেন--- যুদ্ধ বন্ধ করে পৃথিবীতে

ভারদ্রের কোয়ান্টাম গবেষৰায় অগ্রগতি

কোয়ান্টাম অভিযানে পা রেখেছে ভারদ্রও৷ দেশের অন্যদ্রম গুরুত্বপূর্ৰ কোয়ান্টাম হাব কলকাতা শহরে ‘এস এন বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সেস’ (এসএনবিএনসিবিএস) আয়োজিদ্র অনুষ্ঠানে ৱৱে এল সেই কথা৷ ‘বোস-আইনস্টাইন কনৱেনসেশনক্ষ্ম সুপারকন্ডাকটিভিটিক্ সুপারফ্লুইৱিটি অ্যান্ড কোয়ান্টাম ম্যাগনেটিজম’ বিষয়ক আলোচনাসভায় ‘জাদ্রীয় কোয়ান্টাম মিশন’-এর চেয়ারম্যান অজয় চৌধরি বললেনক্ষ্ম ‘‘অনেকেই মনে করছেনক্ষ্ম ভারদ্র কিছুটা পিছিয়ে (কোয়ান্টাম অভিযানে)৷ তা কিন্তু নয়৷’’ আর কোয়ান্টাম অভিযানে ভারদ্রের অগ্রগ তির অন্যদ্রম চাবিকাৱি ‘জোট বেৰধে কাজ’৷

আশায় আশায়

জ্যোতিবিকাশ সিন্‌হা

ভাসছি, আমি ভাসছি

আনন্দ-সাগরে ভাসছি৷

তুমি যে চুপিচুপি বলে গেলে

আসছি, আমি আসছি৷৷

 

কতদিন কতরাত্রি কেটেছে তোমায় ভেবে

আঁখি-জল ঝরেছে কত না আবেগে৷

আজ এই বাদলা দিনে

সুর ও তালের জাল বুণে

শোণালে তোমার নুপুর ধবনি

মনের দুয়ার গেল খুলি ঝনঝনি৷৷

 

সুদীর্ঘ খর তাপের পরে

আজ যেন শাত্তণী-ধারা ঝরে৷

খুশির ঝিলিক আমার চাতক-চোখে

হৃদয়-পদ্ম নূতন আবেশে ফোটে৷

অজানা পুলকে মেতেছে আমার চিত্তভূমি

জানি, আমি জানি, ঠিক আসবে তুমি৷৷

মর্মান্তিক ঘটনা ও পৈশাচিক আন্দোলন

পত্রিকা প্রিতিনিধি

আর.জি.কর হাসপাতালে কর্মরতা মহিলা ডাক্তারের ওপর নৃশংস অত্যাচার ও খুনের প্রতিবাদে মানুষ স্বতঃস্ফূর্তভাবে পথে নেমেছিলেন৷ এই নয় যে এইধরণের ঘটনা রাজ্যে বা দেশে এই প্রথম ঘটল৷ গোটা দেশের রাজ্যগুলির বিভিন্ন থানার তথ্য থেকে জানা যায় দেশে বছরে ৩০-৩৫ হাজার ধর্ষনের ঘটনা ঘটে যার সিংহভাগ উত্তরপ্রদেশে৷ তবু আর.জি.কর একটু অন্য মাত্রা পায় কারণ নির্যাতিতা ছিলেন একজন কর্মরতা ডাক্তার৷

বৈষম্য ও অবিচারের বিরুদ্ধে নীতিবাদীদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে

প্রবীর সরকার

সততা, সেবা, নিষ্ঠা, মানবিক মূল্যবোধ সম্বন্ধে যদি সমাজের বুকে বেশকিছু ব্যষ্টির আন্তরিকতা ও আগ্রহ না থাকে তা হলে সমাজের কল্যাণ হয় না আর কল্যাণকামী মানসিকতারও প্রতিফলন সম্ভব নয়৷

দেব সেনাপতি কার্ত্তিক

প্রণবকান্তি দাশগুপ্ত

কার্ত্তিক সম্বন্ধে অনেকের অনেক ভ্রান্ত ধারণা আছে৷ লোকের ধারণা কার্ত্তিক গঙ্গা নদীর পুত্র৷ জন্মের পর শিশু কার্ত্তিককে ছটি নক্ষত্র স্তন্য পান করিয়েছিলেন বলে তার নাম হয় ষড়ানন৷ অর্থাৎ কার্ত্তিকের ছটি মুখ৷ পুরাণের উল্লেখ আছে তার ছটি মুখ দিয়ে ছটি নক্ষত্রের স্তন্য পান করেছিলেন৷ মোদ্দা কথা কার্ত্তিকের ছটি মুখ৷ কেউ বলেন কার্ত্তিক পাবর্তীর পুত্র আবার কেউ ভাবেন কার্ত্তিক দুর্গার সন্তান৷ এ প্রসঙ্গে শ্রীশ্রীআনন্দমূর্ত্তি তাঁর ‘‘নমঃ শিবায় শান্তায়’’গ্রন্থে পরিষ্কার বলেছেন---‘‘কার্ত্তিক শিবের ছেলে কিন্তু পার্বতীরও কেউ নয়, আর পুরানোক্ত দুর্গাদেবীরও কেউ নয়৷ তবে শিবের স্ত্রী গঙ্গার পুত্র ও সে নদী গঙ্গার পুত্র