ধোঁয়াশার জালে দিল্লির পরিবেশ
গত বুধবার দিল্লি সহ নয়ডা, গাজিয়াবাদ, গুরুগ্রাম, এবং ফরিদাবাদে পুরু ধোঁয়াশার আস্তরণ দেখা যায়৷ দিল্লিতে ইতিমধ্যেই ৪০০ পার করেছে বাতাসের গুণমান সূচক৷ এর অর্থ দিল্লির বাতাস ‘অত্যন্ত হানিকারক’৷ উল্লেখ্য, গত দু’সপ্তাহ ধরে দিল্লির বাতাসের অবস্থা ছিল ‘অত্যন্ত খারাপ’৷ সম্প্রতি পরিস্থিতি আরও খারাপ হয়েছে৷ অন্যদিকে, বাতাসের গুণমান সূচক অনুযায়ী, গুরুগ্রাম, নয়ডা এবং গাজিয়াবাজের বাতাসের অবস্থা ‘খারাপ’৷