March 2025

মেরা ভারত বিহার হ্যায়!

বছরের শেষে বিহারে বিধানসভার সাধারণ নির্বাচন৷ কেন্দ্রীয় শাসক দলের জোট শরিকের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার৷ ঘন ঘন দল বদলে তিনি আয়রাম গয়ারামের অনুগামী৷ তাই তাকে খুশী রাখার দায় একটা থাকেই যখন জোট সরকারের বড় শরিকের একক গরিষ্ঠতা থাকে না৷ কিন্তু তৃতীয় মোদি সরকার যে কতটা দুর্বল অর্থমন্ত্রীর বাজেট ঘোষনা থেকে তা স্পষ্ট৷ বিহারী জোট শরিককে সন্তুষ্ট করতে পরনে বিহার থেকে উপহার পাওয়া বিহারী মধুবনী শাড়ী৷ বাজেট ঘোষনার পরতে পরতে বিহার৷ ১৯৬৭ সালে কংগ্রেস ভাঙার পর থেকে অনেকগুলি জোট সরকার দেখেছে ভারতবাসী৷ কিন্তু এমন নির্লজ্জ শরিকি তোষণ কখনও দেখেনি৷ পাশেই যে পশ্চিমবঙ্গ

জোট সামলাতে বিহারমুখী নির্মলা শরিক তোষণের বাজেটে বঞ্চিত বাঙলা

এমন একপেশে বাজেট!---সামনে বিহার ভোট তায় শরিকি জোট শাসন ক্ষমতায়৷ তাই পরণের পোষাক থেকে বাজেটের বরাদ্দ সবেতেই অর্থমন্ত্রী বিহারমুখী৷ ২০২৪শে ৪০০পারের স্বপ্ণপূরণ দূরে থাক একক গরিষ্ঠতাও জোটেনি বিজেপির কপালে৷ তাই পূর্বে নীতিশ কুমার, দক্ষিণে চন্দ্রবাবুকে তোষণ করে তৃতীয় দফায় সরকার চালাতে হচ্ছে মোদিকে৷ বাজেটে তাই শরিকদল শাসিত রাজ্যের প্রতি পক্ষপাতিত্ব থাকবে জোট সরকারের এটা ভারতীয় রাজনীতিতে স্বাভাবিক হয়ে গেছে৷ কিন্তু এবার অর্থমন্ত্রী নির্মলা সীতারমন যেভাবে বিহারকে উজাড় করে দিলেন তা যেমন লজ্জার তেমনি যুক্তরাষ্ট্রীয় কাঠামো দুর্বল হওয়ার আশঙ্কাও থাকছে৷ অর্থমন্ত্রী বাজেট ঘোষনার অনেকটা সময় ব্যয় করেন বিহারকে

অশান্ত বাংলাদেশে ছাত্ররা ইউনুসের বাড়ির সামনে ধর্নায় বসলো মৌলবাদীরা ভাঙল বঙ্গবন্ধুর বাসভবন

বাংলাদেশে ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনের চাপে শেখ হাসিনাকে দেশ ছাড়তে হয়েছে, ছাত্রদের সমর্থনেই ইউনুস বিদেশ বাস শেষ করে বাংলাদেশে এসে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হয়েছেন৷ সরকার চালনায় ইউনুসের ব্যর্থতায়৷ সেই ছাত্ররাই এখন ইউনুসের বিরুদ্ধে ফুঁসছে৷ সংবিধান সংশোধনসহ বিভিন্ন ইস্যুতে ইউনুসের স্বৈরাতান্ত্রিক মানসিকতা ছাত্ররা মেনে নিতে পারছে না৷

পশ্চিমবঙ্গ কি ভারতবর্ষের অঙ্গরাজ্য নয়?

মাননীয়া অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ২০২৫-২৬ সালের বাজেটে বিহারকে ঢেলে দিয়েছেন দুটি কারণে এক নরেন্দ্র মোদির সংখ্যালঘু সরকারের বড় শরিক বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমারের দল৷ দ্বিতীয়ত এই বছরের শেষের দিকে বিহার বিধানসভার সাধারণ নির্বাচন৷ বিহারের প্রতি পক্ষপাতিত্বের বিরোধী অভিযোগ খণ্ডন করে অর্থমন্ত্রী বলেন বিহার কি ভারতের নয়? বিহারের উন্নতি কি ভারতের উন্নতি নয়৷ অর্থমন্ত্রীর প্রশ্ণ যথার্থ৷ তিনি বিহারকে দিতেই পারেন উপুড় হস্ত করে৷ তাতে কারো কিছুই বলার নেই৷ বিশেষ করে মোদি সরকারের হেঁসেলের দায়িত্বে যখন তিনি আছেন৷ কিন্তু কাকে কতটা দেবেন সেটা কি অর্থমন্ত্রীর ইচ্ছার উপর নির্ভর করে!

আমেরিকা থেকে অবৈধ অভিবাসীদের ভারতে ফেরত পাঠানো শুরু ট্রাম্প সরকারের

আমেরিকা থেকে অবৈধ অভিবাসীদের ভারতে ফেরত পাঠানো শুরু করে দিল ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন৷ সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, আমেরিকার একটি সামরিক বিমানে করে ভারতে পাঠানো হচ্ছে তাঁদের৷ নাম প্রকাশে অনিচ্ছুক এক আমেরিকান আধিকারিক এ তথ্য নিশ্চিত করেছেন রয়টার্সকে৷ তিনি জানিয়েছেন, একটি সি-১৭ বিমান ইতিমধ্যে অভিবাসীদের নিয়ে ভারতের উদ্দেশে রওনা দিয়েছে৷ যদিও নয়াদিল্লির তরফে এ বিষয়ে এখনও কিছু জানানো হয়নি৷

বিদ্যুতের খুঁটি চুরির ‘শাস্তি’! নিজের গ্রামে ২০০ গাছ পুঁততে হবে, নির্দেশ ওড়িশা হাইকোর্টের

বিদ্যুতের খুঁটি চুরি করার অভিযোগে এক যুবককে অভিনব ‘শাস্তি’ দিল ওড়িশা হাই কোর্ট৷ যুবককে শর্তসাপেক্ষে জামিন দিয়েছে আদালত৷ বিচারপতির নির্দেশ, আগামী দু’বছরের মধ্যে নিজের গ্রামে ২০০ গাছ পুঁততে হবে৷

গত বছরের ২৫ ডিসেম্বর মানস আতি নামে এক যুবকের বিরুদ্ধে ছ’টি বিদ্যুতের খুঁটি চুরির অভিযোগ ওঠে৷ যেগুলির আনুমানিক মূল্য ২ লক্ষ টাকা৷ লক্ষাধিক টাকার বিদ্যুতের খুঁটি চুরি হতেই শোরগোল পড়ে যায় বিদ্যুৎ দফতরে৷ পুলিশে অভিযোগ দায়ের হয়৷ তদন্তে নেমে মানস আতিকে গ্রেফতার করে পুলিশ৷

দীর্ঘদিন মহাকাশে থাকার ফলে হাঁটতে ভুলে যাচ্ছেন সুনীতারা

গত বছর ৫ জুন আট দিনের জন্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকার পরিকল্পনা নিয়ে ৫৯ বছর বয়সি ভারতীয় বংশোদ্ভূত নভশ্চর সুনীতা এবং তাঁর সফর-সঙ্গী ৬২ বছরের ব্যারি উইলমোর পৃথিবী থেকে রওনা হন৷ আট দিনের জায়গায় কেটে গিয়েছে আট মাসের কাছাকাছি৷ প্রায়-মাধ্যাকর্ষণহীন স্থানে ২৪১ দিন ‘বন্দি’৷ সম্প্রতি ম্যাসাচুসেটসের নিডহ্যাম হাই স্কুলের পুরনো সহপাঠীদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে কথোপকথনের সময়ে সুনীতা বলেছেন, ‘‘অনেক দিন হয়ে গেল এখানে৷ সেই অর্থে শুইওনি, বসিওনি৷ কী ভাবে হাঁটতে হয়, সেটাই যেমন এখন মনে করার চেষ্টা করছি৷’’

বৃহৎ শিল্প গড়ে সর্বসাধারণের আর্থিক মুক্তি হবে না

গত ৫ ও ৬ই ফেব্রুয়ারী নিউটাউনে বিশ্ববাঙলা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়ে গেল বিশ্ববাঙলা বাণিজ্য সম্মেলন৷ মুখ্যমন্ত্রীর আন্তরিক প্রয়াসে সম্মেলনে শিল্পপতিদের চাঁদের হাট বসেছিল৷ উপস্থিত ছিলেন জে.এস.ডব্লিউ-র সজ্জন জিনদাল, আইটিসির চেয়্যারম্যান সঞ্জয় পুরী, সঞ্জীব গোয়েঙ্কা, মুকেশ আমবানী, হর্ষবধন আগরওয়াল ও আরও অনেক৷ মুখ্যমন্ত্রীর আহ্বানে সারা দিয়ে অনেকেই বাঙলায় বৃহৎ শিল্প গড়ার আগ্রহ প্রকাশ করেছেন৷ আমবানী সহ অনেকে স্বীকার করছেন পশ্চিমবাঙলায় বিনিয়োগ করার এটাই সঠিক সময়৷

নদীয়া জেলার চাকদহে অখন্ডকীর্ত্তন

নদীয়া জেলার চাকদহ শহরের প্রবীণ আনন্দমার্গী শ্রী শক্তিপদ সরকার ও শ্রীমতী গোপা সরকারের নিজ বাসগৃহে গত ১৯শে জানুয়ারী,২৫ রবিবার সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত-শ্রীমতী কাজল সরকার,শ্রীপ্রশান্ত শীল, শ্রীমতীগোপা সরকার, শ্রীবিপ্লব শীল, শ্রীমতী কাকলি মন্ডল, শ্রীমতী রাজলক্ষ্মী বণিক, শ্রীকৌশিক সরকার, শ্রীসজল রায় ও অবধূতিকা আনন্দ শিবধ্যানা আচার্যার পরিচালনায় প্রভাত সঙ্গীত পরিবেশনের পরে মানবমুক্তির মহামন্ত্র ‘বাবা নাম কেবলম অখন্ড কীর্তন অনুষ্ঠিত হয় মৃদঙ্গ সঙ্গতে ছিলেন, শ্রীস্বরূপানন্দ দে,শ্রীচিরদীপ সরকার শ্রীবিবেকজ্যোতি সরকার প্রমুখ৷ নদীয়া জেলা ও তৎপার্শ্ববর্তী জেলাগুলি থেকেও বহু ভক্তজন কণকণে শীতের হীমে