মেরা ভারত বিহার হ্যায়!
বছরের শেষে বিহারে বিধানসভার সাধারণ নির্বাচন৷ কেন্দ্রীয় শাসক দলের জোট শরিকের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার৷ ঘন ঘন দল বদলে তিনি আয়রাম গয়ারামের অনুগামী৷ তাই তাকে খুশী রাখার দায় একটা থাকেই যখন জোট সরকারের বড় শরিকের একক গরিষ্ঠতা থাকে না৷ কিন্তু তৃতীয় মোদি সরকার যে কতটা দুর্বল অর্থমন্ত্রীর বাজেট ঘোষনা থেকে তা স্পষ্ট৷ বিহারী জোট শরিককে সন্তুষ্ট করতে পরনে বিহার থেকে উপহার পাওয়া বিহারী মধুবনী শাড়ী৷ বাজেট ঘোষনার পরতে পরতে বিহার৷ ১৯৬৭ সালে কংগ্রেস ভাঙার পর থেকে অনেকগুলি জোট সরকার দেখেছে ভারতবাসী৷ কিন্তু এমন নির্লজ্জ শরিকি তোষণ কখনও দেখেনি৷ পাশেই যে পশ্চিমবঙ্গ