এলাঙ্গী গ্রামে অখন্ডকীর্ত্তন
নদীয়া জেলার অন্তর্গত বাংলাদেশ সীমান্তবর্তি এলাঙ্গী গ্রামের প্রবীণ আনন্দমার্গী ডাঃ বৃন্দাবন বিশ্বাস (নদীয়া-ভুক্তিপ্রধান) ও শ্রীমতী কল্পনা বিশ্বাস এর নিজ বাসগৃহে গত ২৬শে জানুয়ারী রবিবার সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত-কৃষ্ণনগর ডায়োসিস সচিব আচার্য পরাজ্ঞানানন্দ অবধূত শ্রীমতী কাজল সরকার শ্রীমতী রাজলক্ষ্মী বণিক, ডাঃবৃন্দাবন বিশ্বাস, শ্রীকৌশিকসরকার,শ্রীমতী কল্পনা বিশ্বাস ও কৃষ্ণনগর ডিট(এল) তথা কৃষ্ণনগর আনন্দমার্গ স্কুলের অধ্যক্ষা-অবধূতিকা আনন্দ শিবধ্যানা আচার্যার পরিচালনায় প্রভাত সঙ্গীত পরিবেশনের পরে মানবমুক্তির মহামন্ত্র ‘বাবা নাম কেবলম অখন্ড কীর্তন শুরু হয়