হাওড়ায় প্রথম স্তরীয় ডায়াসিস লেবেল সেমিনার
হাওড়া জেলার আমতা আনন্দমার্গ স্কুলে ১ম ডায়াসিস লেবেল সেমিনার অনুষ্ঠিত হয়৷ ৩১শে জানুয়ারি,১লা ও ২রা ফেব্রুয়ারি’২৫৷ ৩ দিনের সেমিনারে প্রশিক্ষক ছিলেন আচার্য তথাগতানন্দ অবধূত, আচার্য বোধিসত্ত্বানন্দ অবধূত ও অবধূতিকা আনন্দ অভিষা আচার্যা৷ আয়োজক ছিলেন আচার্য সন্দিপ্তানন্দ অবধূত৷ সহযোগিতায় ছিলেন হাওড়ার ভূক্তি প্রধান সুব্রত সাহা স্থানীয় মার্গী ভাইবোনেরা৷ আমতা স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক লক্ষ্মীকান্ত হাজরা ও সহকারী শিক্ষকবৃন্দের সহযোগিতা ছিল অতুলনীয়৷ সেমিনারে আলোচ্য বিষয়বস্তু ছিল আনন্দমার্গের সর্র্বত্মক জীবনাদর্শের বিভিন্ন দিক-অষ্টাঙ্গিক যোগ সাধনা, সমাজের সার্বিক কল্যাণ, শিক্ষা ব্যবস্থা, সঙ্গীত-শিল্প-সাহ