লেখক
প্রণবকান্তি দাশগুপ্ত
ওই ডাকে বৈশাখে
ঝাঁকে ঝাঁকে শাখে শাখে
কত পাখি ডাকাডাকি
রোদ্দুরে ঘুরে ঘুরে
খায় ফল খায় জল
বনতল কোলাহল৷
নীড় ভুলে লেজ তুলে
বেঁধে জোট খুলে ঠোট
গায় গান আসমান
শিহরিত পুলকিত৷
একে একে বন থেকে
পশুযত অবিরত
এক মনে গান শোণে
মশগুল বিলকুল৷
বায়ুবয় বনময়
ডাল নড়ে পাতা ঝরে৷
রোদ ধাধা কাঠফাটা
গরমেতে চাষীক্ষেতে
রবিকরে ঘেমে মরে,
আসে চলে গাছ তলে
খালি গায়ে বসে ছায়ে৷
খায় জল সুশীতল,
মোছে ঘাম কী আরাম!
- Log in to post comments