লেখক
সুকুমার রায়
বৈশাখী পূর্ণিমা এই পূর্ণ দিনে
স্মরণ করি গো মোরা মনে প্রাণে৷
এসেছিলে প্রভু তুমি সকলের তরে
জীব উদ্ধারের লাগি নবরূপ ধরে৷
জন্ম জন্মান্তরের কোন পূণ্যফলে
পরম ভাগ্যবতী জননীর কোলে৷
শুভদিনে শুভক্ষণে ১৩২৮ সনে
তন্দ্রাহারা সবাই যবে নন্দিত ভুবনে
এসেছিল বৈশাখ রঞ্জিত সাজে
আকাশ বাতাস যেন নবীন রাগে৷
নিরন্তর চেয়েছিল ধারাবাসী মনে
বরণ করিতে তোমায় বিশ্বজনে৷
সেদিন বৈশাখের শুভদিনে
সেজেছিল ধারা আপন মনে৷
অরুণের উদয় নবীন বেশে
রঞ্জিত সে প্রভা মুক্তকেশে৷
আকাশ বাতাস নন্দিত ভরে
পাখিরা গেয়েছিল মধুর সুরে৷
পূর্ণ চাঁদের আলোকশয্যায়
অনুপম শোভা ধরনীর গায়৷
ফুটেছিল ফুল নিবেদিত মনে
প্রীতিমাখা সুগন্ধ ভাসে পবনে৷
এসেছিল প্রভু সে শুভক্ষণে
সত্যসনাতন সংকল্প সাধনে৷
- Log in to post comments