বাংলা নববর্ষ (১৪২৮)

লেখক
কৌশিক খাটুয়া

নববর্ষের প্রথম প্রভাত আলো,

ধুয়ে মুছে দাও অতীতের গ্লানি

হৃদয়ে  প্রদীপ জ্বালো৷

সুখ-দুঃখের ঘটনা প্রবাহে

ভরে রবে এই মন,

প্রভুর বরণে রবির কিরণে

উজ্জীবিত ত্রিভূবন৷

মিলন মেলায় মিলেছে মানুষ

বিভেদকে ফেলে দূরে,

প্রীতি-বন্ধনে, অভিনন্দনে

সংহতি গীতি সুরে৷

আজ বর্ষের প্রথম সূর্র্য্যেদয়ে

সব সংশয় দূর করে হব

উদ্দিপীত  বরাভয়ে৷