বাঙলা মায়ের বাংলা ভাষা

লেখক
ভবেশ কুমার বসাক

মনের মাঝেতে গাঁথা হয়ে গেছে

একুশে ফেব্রুয়ারী

মাতৃভাষা---মায়ের ভাষা

সহজে বলতে পারি৷

আমার ভাষা আমার মুখে

লালিত হোক সুখে-দুখে

তোমার ভাষাও তোমার হৃদে

থাকুক সদা চরম সুখে৷

তোমার ভাষা বেঁচে থাকুক

বাঙলা মায়ের এটাই আশা

নিজে বাঁচে পরকে বাঁচায়

এ আমাদের বাংলা ভাষা৷

বিশ্বজুড়ে মাতৃভাষার

জয়গানটা গাইল যাঁরা

অত্যাচারীর ওই  বুলেটে

হ’ল তাঁরা জীবনহারা৷

ভাষার তরে শহীদ যাঁরা

ভুলতে কি আর তাঁদের পারি?

তাঁদের নামেই থাকুক বেঁচে

অমর একুশে ফেব্রুয়ারী৷