লেখক
কৌশিক খাটুয়া
আকাশ ভরা মেঘের আনাগোনা,
জমিতে দেখি কৃষকের ধান বোনা৷
আষাঢ়-শ্রাবণ ডাকে গগন,
বৃষ্টি ধারায় আনে প্লাবন৷
খাল-বিল-হ্রদ জলে একাকার,
এক সুরে বারি, যেন বাজিছে সেতার৷
শস্যশ্যামল গাছ পায় প্রাণ৷
চাতকের আর নাই অভিমান৷
এসবের মাঝে নীরবে-নিভৃতে
রয়েছে কাহার দান?
সকল ঋতু তাঁহারই প্রকাশ
তিনি চির মহিয়ান৷
- Log in to post comments