লেখক
কৌশিক খাটুয়া
মরণের পরে আসি যদি ফিরে
প্রভু এ ধরায় জন্ম দিও,
এই ধরনীর জল, বায়ু, নগ
তটিনী, সিন্ধু আমার প্রিয়৷
অরন্যের মর্মর ধবনি---
সে কি শুধু তব কথা কয়,
বায়ু প্রবাহ দিকে দিকে ধায়
চিরকাল তব বারতা বয়৷
তটিনী আজও কুলু কুলু রবে
তোমারই গান গায়,
লহরী তাহার করিছে নৃত্য
সিন্ধুর পানে ধায়৷
গিরিরাজ আজ মৌন রয়েছে
অব্যক্ত তার ব্রত,
অজানা কারণে কার কথা মনে
শির সদা উন্নত৷
ধন্য ধরনী হলো গববিনী
পরমপিতার আগমণে,
ধরার ধূলি মাথায় তুলি
যে ধূলির পরশ শ্রীচরণে৷
- Log in to post comments