বেঁচে থাকো ট্রাম

লেখক
কৌশিক খাটুয়া

টিকি বাঁধা গাড়ি করে

 ফিরতাম বাড়ি,

সরকারি বদান্যতায়

তারা গুটায় পাততাড়ি!

দূষণ বিহীন গাড়ি

 চলে ধীরে ধীরে,

তার পথ অবরুদ্ধ

 যানজট ভীড়ে৷

নাগরিক জনপদ বলে

 বেঁচে থাকো ট্রাম,

ট্রামের অস্তিত্ব রক্ষায়

 শুরু হোক সংগাম৷

বয়সে বৃদ্ধ অপাপবিদ্ধ যান

 মুখে ধোঁয়া নাই তার

রাখে ভদ্রলোকের মান!

20

প্রীতিমোহনা

আচার্য গুরুদত্তানন্দ অবধূত

অপার সুখের মাধুর্যেতে

পূর্ণ জগতখানি,

কোথায় ছিলুম কেন এলুম

কেবা আনল টানি?

অরুণালোক জাগায় প্রাণে

 বিহগ গায় গীতি,

প্রজাপতি ওই দল বেঁধে যায়

সেইতো মানি রীতি৷

আকাশ সাগর মিশছে যেথা

মোহন মাধুরী রূপ,

বিশালতা এসে ভরায় বুকে

রূপে সে অরূপ৷

প্রীতির ধারা বাহিয়া চিতে

কত কী করে যাই,

কেবা নাচায় জীবন মনে

কোথা তাঁরে পাই?

হাসির ঝলক পলকেতেই

অন্তর্মুখী হয়,

একাগ্রতা নীতি নিষ্ঠায়

পাই তাঁর বরাভয়৷

অন্তর্বাহির ঘেরি যেজন

মাধুরী ছড়ায়,

ধরিতে তাহায় এসেছি হেথা

প্রীতি এ মোহনায়!