বলো গো দয়াল

লেখক
জয়তী দেবনাথ

প্রিয় তোমার লীলা খেলার নেই যে কোনো সীমা
কজনার সাধ্য---বুঝে তোমার মহিমা

জানি তুমি থাকো সদাই আমার আশে পাশে
তোমার প্রখর কিরণ মনের সকল আঁধার নাশে

জানি তুমি সহায় আমার দুঃখ হতাশায়
তাই তো সকল দুর্র্যেগে প্রাণ তোমার পানে চায়

জীবনের সব রঙ যখন মুছে যায় নিমেষে
সকল আশা মিলায় তখন দুঃখগুলোর বশে

তুমি তখন আশার আলো তুমি সহায় আমার
তাই তো মন তোমার পানে ছুটে বারংবার

জীবনপথে আজও দেখি পথ হারা আমি
তুমি পথ দেখাও আমায় ওগো অন্তর্যামী

তোমার দেখানো পথ ধরে চলতে আমি চাই
বলগো দয়াল কেমনে তোমার পথের দেখা পাই