লেখক
প্রণবকান্তি দাশগুপ্ত
কত শহীদ জীবন দিয়ে
রাখলো জাতির নাম,
করলো সংগ্রাম৷
বন্দী হ’ল কারাগারে,
পরলো মরণ-ফাঁসি
বুক ফুলিয়ে শির উচিয়ে
হাসলো বীরের হাসি৷
হাতে পায়ে পরলো শেকল
গেলো দ্বীপান্তর,
জ্বাললো আগুন জ্বললো নিজে
করল না ভয় ডর৷
সইল কত দুঃখ-জ্বালা
লাঞ্ছনা নির্মম---
একটি শুধু মন্ত্র জপে---
‘বন্দে মাতরম!’
- Log in to post comments