বরাভয়

লেখক
প্রণবকান্তি দাশগুপ্ত

চাই না যেতে স্বর্গলোকে

চাইনা হতে দেবতাও ---

দেবত্ব নয়, চিত্তে আমার

মনুষ্যত্ব জাগাও গো৷

মর্ত্যে রব মত্ত হয়ে

তোমার নামে তোমার কাজে

তোমার শঙ্খ, তোমার সঙ্গ

থাকবো নিয়ে জগত-মাঝে৷

কখনো ডুববো, কখনো ভাসবো,

কখনো কাঁদবো, কখনো হাসবো---

এই তো ভালো এই তো ভালো,

অন্ধকারে দেখবো তোমার

উৎসারিত পথের আলো৷

আসুক দুঃখ, আসুক কষ্ট,

করুক নিন্দা লাঞ্ছনা,

হতাশ হলে হাতটি মাথায়

ছুঁইয়ে দিও সান্ত্বনা৷

ধর্মযুদ্ধে মরবো তবু

মানবো নাকো পরাজয়

পক্ষে আমার কেউ না থাকুক

আছে তোমার বরাভয়৷