লেখক
কৌশিক খাটুয়া
নাম হলধর পাকড়াশি
শুভ্র কেশ, বয়স আশি,
কৃষ্ণ বর্ণ, ফোকলা হাসি,
কাশব্য গোত্র, তুলা রাশি,
বাড়ি বঙ্গে, গ্রাম পলাশী৷
সেথায় থাকে মাতা, মাসী,
আদি বাড়ি বনপলাশী,
সেথায় থাকে পিতা, পিসি৷
পূর্বপুরুষ মালদাবাসি,
জমি জমা বিঘা আশি,
ফসল ফলাই রাশি রাশি৷
গম কম ধান বেশি,
তা বাদেও তিল-তিসি৷
বন্যা-ক্ষরা সর্বনাশী,
শুকিয়ে যায় মুখের হাসি,
কাজের মাসী হরিদাসী,
হেঁসেলে ঠেলে বারমাসই,
ভাত-রুটি ভালবাসি
করি নিশিপালন, একাদশী৷
পূর্ব গগনে উঠলে শশী
দখিনা হাওয়ায় বাড়ে কাশি৷
খেয়াল হলেই বনবাসী,
মাঝে মাঝে হই ভ্রমণ বিলাসী,
বারাণসী কিম্বা ঝাঁসী,
বৎসরান্তে কাশী বাসি৷
কর্ম কৃষি,গান বিলাসী,
নেশায় মাতাল, পেশায় চাষি৷
- Log in to post comments