করোনার চতুর্থ ঢেউ আছড়ে পড়ছে৷ স্বাস্থ্য অধিকর্র্ত ও ডাক্তারদের আশ্বাস আগের মতো ভয়ানক হবে না চতুর্থ ঢেউ৷ তবুও দিন দিন আক্রান্তের সংখ্যা বাড়ছে৷
কিন্তু অতিক্ষুদ্র এক মারণ বাইরাস কোভিড -১৯ সবকিছু লন্ডভণ্ড করে দিল৷ চেকপোস্ট, এন.আর.সি, সিএএ, কোনকিছুই তার কাছে প্রতিবন্ধক নয়৷ চিকিৎসা বিজ্ঞান অনেক গবেষণা করে একটা ভ্যাকসিন আবিষ্কার করেছেন প্রয়োগও হয়েছে বিশ্বব্যাপী, কিন্তু বাইরাস দমন হচ্ছে কই? গত প্রায় ৪০০ বছর ধরে বিজ্ঞানের সঙ্গে পাল্লা দিয়ে মারণ বাইরাসের দৌড়---একি মানুষের দুর্বুদ্ধি! না-কি প্রকৃতির রুদ্র রোস! একথা সত্য গত ৪০০ বছরে বিজ্ঞানের সৌজন্যে মানুষের অঞ্জলি ভরে গিয়েছে বিপুল ঐশ্বর্য আর বৈভবে৷ কিন্তু বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে পাল্লা দিয়ে প্রতি ১০০ বছরে দেখা দেয় মারণ বাইরাসের প্রাদুর্ভাব৷ অষ্টাদশ শতাব্দীর দ্বিতীয় দশকের শুরুতে প্রায় ২০ কোটি মানুষের প্রাণ নিয়েছে বুবোনিক প্লেগ৷ তার ঠিক ১০০ বছর পরে কয়েকলক্ষ মানুষের প্রাণ হরণ করেছে জলবাহিত ব্যাকটেরিয়া কলেরা৷ ১৯১৮-২০ সালে কয়েক কোটি মানুষের প্রাণ নিয়েছে স্প্যানিশ ফ্লু-‘ইনফ্লুয়েঞ্জা৷’ তারপর ২০২০তে আবার মহামারীর রূপধারণ করেছে আর এক মারণ বাইরাস ‘কোভিড-১৯’৷
এত ঐশ্বর্য, এই বৈভব,বিজ্ঞানের নিত্যনূতন আবিষ্কার ও অবদানের আলোর ছটা ধূসর বিবর্ণ হয়ে যায় মারণ বাইরাসের কোপে৷ তবু শেষ হাসি বিজ্ঞানই হেসেছে৷ মানুষের মস্তিষ্কের কাছে মাথা নত করেছে মারণ রোগের জীবাণু৷ তবে বহু মূল্যবান প্রাণেরবিনিময়ে৷ কোভিড-১৯ও কোথায় গিয়ে থামবে, কত প্রাণের বিনিময়ে এখুনি তা বলা সম্ভব নয়, কারণ এই মারণ বাইরাসের প্রতিষেধক আবিষ্কার ও প্রয়োগ হলেও বাইরাসকে নির্মুল করা এখনও চিকিৎসা বিজ্ঞানের করায়ত্বের বাইরে৷
বিজ্ঞানের সঙ্গে পাল্লা দিয়ে এই যে মারণ বাইরাসের দৌড় এর উৎস আজও বিজ্ঞানের অধরা৷ মানুষের সীমাহীন লোভ-লালসা, অদম্য কৌতুহল, সৃষ্টির রহস্য উন্মোচনের আগ্রহ প্রকৃতির ওপর হামলে পড়েছে অপরিণামদর্শীর মতো৷ পরিণতিতে প্রকৃতিও তার পরিবেশের সঙ্গে ভারসাম্য হারাচ্ছে৷ ফলে ঝড়, ঝঞ্ঝা, প্লাবন, ভূ-কম্পন---প্রকৃতির রুদ্ররোষে আছড়ে পড়ছে ধরণীর বুকে, বহে আনছে মারণব্যাধির জীবাণু মদগর্বী মানুষের অহংকারের মুখে ঝামা ঘষে৷ গোদের ওপর বিষ-ফোঁড়ার মতো এর সঙ্গে যুক্ত হয়েছে যুদ্ধবাজ দানবীয় শক্তির জৈবযুদ্ধের দুর্বুদ্ধি৷ যা পৃথিবীকে বিনাশের প্রান্তে দাঁড় করিয়েছে৷
নীতিবাদী ও শুভবুদ্ধি মানুষের সমবেত প্রচেষ্টা ও বিজ্ঞানের যথাযত ব্যবহারই এই বিপর্যয় থেকে পৃথিবীকে রক্ষা করতে পারে৷ নোতুবা বিজ্ঞানের বড়াই ও বিত্তশালীর অহংকার ধূলায় মিশিয়ে দিয়ে মহান বিজ্ঞানী আইনস্টাইনের ভবিষ্যৎবাণী সত্য হয়ে উঠবে৷ তিনি বলেছিলেন---‘‘তৃতীয় বিশ্বযুদ্ধ কী দিয়ে হবে তা আমি বলতে পারব না৷ তবে চতুর্থ বিশ্বযুদ্ধ হবে লাঠি ও পাথর দিয়ে৷ অর্থাৎ তৃতীয় বিশ্বযুদ্ধের ভয়ঙ্কর পরিণতির পর মানুষ পিছিয়ে যাবে প্রস্তর যুগের শুরুতে৷
বিজ্ঞানের সৌজন্যে তথাকথিত সভ্যতা ও পুঁজিবাদী বিশ্বায়নের যে উজ্জ্বল ভবিষ্যৎ সমাজের তথাকথিত উঁচুতলার মানুষ দেখেছে তা অন্ধকারে বিলীন হয়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে মহান বিজ্ঞানীর এই ভবিষ্যৎবাণী৷ প্রকৃতির ওপর আধিপত্যের অপচেষ্টায় সভ্যতার বিপদ ঘনিয়ে আসছে, সঙ্গে তথাকথিত ধর্মীয় মতবাদের ধবজাধারীদের গো-বিষ্ঠার বিধান সভ্যতাকে আরও হাজার বছর পেছনে নিয়ে যাবে৷
এই অভূতপূর্ব বিপর্যয়ে মানুষের সামনে পথ কি? মানুষ যদি এখনো সজাগ ও সচেতন না হয়ে তবে শুধু কোভিড-১৯ নয় আরও কত মারণ বাইরাস ও প্রাকৃতিক বিপর্যয়কে ডেকে আনবে বিজ্ঞানের এই বৈভব! মানুষ কি তবে বিজ্ঞানের চর্র্চ বন্ধ করে দিয়ে অন্ধকারময় অরণ্যের পর্ণ কুটিরে ফিরে যাবে! এ সম্পর্কে মহান দার্শনিক ধর্মগুরু, আনন্দমার্গ দর্শনের প্রবক্তা শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর বাণী স্মর্তব্য৷ তিনি বলেছেন---‘‘বিজ্ঞান মানুষের শত্রু নয়৷ মানুষের শত্রু অবিদ্যা৷ সর্বদা কড়া নজর রেখো যেন বিজ্ঞান চর্র্চ যারা যম-নিয়মে প্রতিষ্ঠিত কেবল তাদের হাতেই থাকে৷’’
এ মহা বিশ্বে গ্রহ তার সূর্য সবকিছুই প্রকৃতির অমোঘ নিয়মে বাঁধা৷ মানুষই শুধু নিয়ম কে বৃদ্ধাঙ্গুষ্টি দেখিয়ে প্রকৃতিকে জয় করার দুর্বুদ্ধির নেশায় মেতেছে৷ তারই ভয়ঙ্কর পরিণতি এই বাইরাস আক্রমন৷
তবে কি মানুষ বিজ্ঞানের চর্চা বন্ধ করে দেবে? না, অর্র্থৎ বিজ্ঞানের চর্র্চ ও আধ্যাত্মিক অনুশীলন যেন পাশাপাশি চলতে থাকে৷ মানুষের জীবনও যেন বিধি নিষেধের নিয়মে বাঁধা থাকে৷ তবেই সব অন্ধকার দুর করে জ্বলে উঠবে নব চেতনার আলো৷ সূচনা হবে মানবজাতির গৌরবময় অধ্যায় নতুবা প্রকৃতির রুদ্ররোষে ও দানবীয় শক্তির দুর্বুদ্ধিতে মহা বিপর্যয় ঘনিয়ে আসবে৷
- Log in to post comments