১৯৯৪ সালে আলাস্কার চিড়িয়াখানায় চিড়িয়াখানার প্রাচীর ডিঙ্গিয়ে এক মহিলা পর্যটক ছবি তোলার উদ্দেশ্যে মেরুপ্রদেশের এক ভাল্লুকের কাছাকাছি হলে, বিরক্ত হয়ে ভাল্লুকটি তাঁকে আক্রমণ করে৷ ফলে মহিলা পর্যটক দারুণভাবে জখম হন৷ কিন্তু তিনি প্রাণে বেঁচে যান৷
কলকাতার চিড়িয়াখানায় ১৯৯৬ সালে শিবা নামে একটি বাঘের আক্রমণে মৃত্যু হয় এক যুবকের৷ সে বাঘের এনক্লোজারে নেমে বাঘের গলায় মালা পরাতে গিয়ে ছিল৷ ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে৷
২০০৭ সালে গুয়াহাটি চিড়িয়াখানায় এক যুবকের সখ করে রয়েল বেঙ্গল টাইগারের ছবি মোবাইলে খুব কাছ থেকে তুলতে গেলে বাঘের আক্রমণে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে৷
২০০৭ সালে সানফ্রানসিস্কোর চিড়িয়াখানায় বেড়া টপকে তিনজন ব্যষ্টিকে আক্রমণ করে একটি বাঘ৷ এদের মধ্যে একজন প্রাণ হারান৷
২০০৮ সালে সিঙ্গাপুরের চিড়িয়াখানায় তিনটি রয়েল বেঙ্গল টাইগারের হামলায় প্রাণ হারালেন বাঘের খাঁচার পরিখা পরিষ্কার করতে গিয়ে একজন সাফাই কর্মীর৷
২০০৯ সালের ঘটনা৷ বার্লিনের চিড়িয়াখানার খাঁচা টপকে একটি ভাল্লুকের কাছে চলে যান একজন মহিলা৷ ভাল্লুকের আক্রমণে গুরুতর জখম হন তিনি৷
২০১১ সালে ডেনমার্কের কোপেনহেগেন চিড়িয়াখানায় সাইবেরিয়ান বাঘেদের খাঁচায় ঢুকে বাঘের আক্রমণে ২১ বছরের এক যুবক প্রাণ হারান৷
- Log in to post comments