লেখক
জয়তী দেবনাথ
জীবন পথে চলতে গিয়ে অনেক সাথী আসে,
চলে যায় কেউবা আবার কেউবা থাকে পাশে৷
তারই মাঝে আমার একটি এমন সাথী আছে
সারা জীবন যে আমার থাকবে খুবই কাছে৷
কখনো টেবিলে, কখনো ড্রয়ারে কখনো বইয়ের তাকে
কখনো আবার অনেক যতনে থাকে ডায়েরীর ফাঁকে৷
সেই সাথীটি হ’ল আমার খুবই প্রিয় ক-ল-ম
সে-ই যে আমার সকল আঘাত সারিয়ে তোলার মলম৷
সকল দুঃখে, সকল সুখে, সকল তিথি ক্ষণে
কলম আমায় সাহস যোগায় তৃপ্তি দেয় মনে৷
অনুরাগে তাই আগলে তাকে আমার এই হাতে
সারা জীবন রাখব আমি আমার সাথে সাথে৷
- Log in to post comments