লেখক
জ্যোতিবিকাশ সিন্হা
ঘনকৃষ্ণ জলদে প্রলয়ের দামামা
অরণ্যে শৃগাল-শ্বাপদের অশুভধবনি
জটিল পৃথিবীর পিচ্ছিল পথে---
দম্ভ-মত্তের প্রলাপ অহরহ শুণি’
ক্ষান্ত হয়ো না নির্ভীক পথিক
সদর্পে এগিয়ে চল, গেয়ে সর্জন-গীতি৷
হয়তো রাতের আঁধার আসবে নেমে
কাল ভুজঙ্গের কুটিল প্রশ্বাস
বিষাক্ত করবে আকাশ বাতাস
দুর্বৃত্তের ছল রুধবে চলার গতি৷
তবু হে বিপ্লবী, অমৃতের সন্তান-সন্ততি---
অমানিশার অবসানে অরুণোদয় শাশ্বত
সত্য শীতের শেষে সুন্দর বসন্ত
পুরাতনের ভগ্ণ স্তূপেই
রচিত হয় নোতুনের ভিত
মরণ-হুঙ্কারের গভীরে নিহিত
নবজীবনের সঙ্গীত,
তাণ্ডবের ভৈরব রুদ্র মূর্ত্তি পাশে
নান্দনিক ললিতের মধুর নূপূরও বাজে৷
- Log in to post comments