ছয় ঋতু

লেখক
জয়তী দেবনাথ (সপ্তম শ্রেণী)

বাঙলাতে ছয়টি ঋতু

               প্রথম ঋতু গ্রীষ্ম

প্রখর রোদে পুড়ে সবাই

               হচ্ছে যেন ভস্ম৷

দ্বিতীয় ঋতু বর্ষায় আছে

               সিক্ততার আভাস,

টাপুর-টুপুর বৃষ্টি আর

               মেঘলা আকাশ৷

তৃতীয় ঋতু শরৎ প্রাণে

               জাগায় কাশের দোলা

শরৎ যতনে হৃদয় মাঝে

               গাঁথে শিউলির মালা৷

হেমন্ত আবার একটু যেন

               বেশীই সাদাসিধে

সে যেন সুর মেলায়

               অন্য ঋতুর গীতে৷

 

পঞ্চম ঋতু শীত থাকে

               গায়ে চাদর মুড়ে

ভোরবেলাতে ব্যাকুল করা

               ঠাণ্ডা শিশির পড়ে৷

 

শেষ ঋতু বসন্ত আবার

               আমার বড় প্রিয়

বসন্ত-অতিথি কোকিলের ডাক

               খুবই রমনীয়৷