দ্বিখণ্ডিত লাশ

লেখক
কবি রামদাশ বিশ্বাস

তুমি বলছ বাঙালী

বাঙলাদেশের বাসিন্দা

আমি বলছি বাঙালী

পশ্চিমবঙ্গের বাসিন্দা৷

একটা মানুষ আজ দ্বিখণ্ডিত৷

আশ্চর্যের ব্যাপার!

তবু নাকি আমরা বেঁচে আছি৷

এ কেমন বাঁচা!!

মাথার ওপর আজ

এন.আর.সি.-র খড়গ ঝুলছে

তবু নাকি আমরা বেঁচে আছি৷

যাদুকরের টেবিলে শুয়ে আছি আমি

অর্ধেক দেহ আমার বাঙলাদেশে

অর্ধেক দেহ আমার পশ্চিমবঙ্গে৷

যাদুকর, কবে আমি জোড়া লাগব, কবে?

সেদিন আর কত দূরে?

হিন্দী সাম্রাজ্যবাদ আমার গলা টিপে ধরেছে,

যাদুকর, আমাকে জোড়া লাগাতে দেবে না ওরা

তুমি দর্শকদের ক্ষেপিয়ে তোল যাদুকর৷

আমার শরীর যন্ত্ররদ্ধায় ছটফট করছে

দেখো সে যন্ত্রণার চিহ্ণ কিরকম বীভৎসভাবে

আমার চোখে-মুখে-কপালে ফুটে উঠছে৷

যাদুকর, আর আমি সহ্য করতে পারছি না...না....