দিদৃক্ষু

লেখক
প্রণবকান্তি দাশগুপ্ত

হে সুন্দর, হে প্রিয়তম,

ঘোচা ও মোহের ভ্রান্তি,

দেহের সীমার বাইরে দেখাও

তোমার দিব্যকান্তি৷

প্রকটিত হও অন্তরীক্ষে

আলোকিত করো সকল দিককে,

বিশালের মাঝে তুমি যে বিরাট,

ব্রহ্মাণ্ডের তুমি সম্রাট,

নয়ন কাঁদে তোমার বিরহ লাগি

সকল অঙ্গে তোমার সঙ্গ মাগি৷

মুছে দাও আজ সীমার ভূগোল

মুগ্দ করো গো নয়ন যুগল,

দৃষ্টি পথের ঘোচাও আঁধার,

সরাও জড়ের স্তূপ---

হে জ্যোতির্ময় দেখাও তোমার

দিব্যকান্তি রূপ৷

দুঃখ-খরার রুক্ষ জীবনে

আসুক স্নিগ্দ শান্তি,

হে সুন্দর, হে প্রিয়তম,

ঘোচাও মোহের ভ্রান্তি৷