দুপুরে

লেখক
প্রণবকান্তি দাশগুপ্ত

দুপুরবেলা অশথগাছে কাঠবেড়ালির খেলা,

ঘুম আসে না তাইতো বাপির চক্ষু সদাই মেলা৷

          ব্যস্ত কাঠবেড়ালি ঃ

          খেলা তো নয় খামখেয়ালি---

তরতরিয়ে নামে আবার চমকে ডগায় ওঠে

ডাইনে বেঁকে হঠাৎ কভু শুকনো পাতা খোঁটে৷

ভর-দুপুরে পাগলা হাওয়ায় ঘুম-পরীদের চুমে

ক্লান্তিমেশা আমেজ নেশায় ঢুললো বাপি ঘুমে৷

          কাঠবেড়ালি দুষ্টু ভারি

          ঘুমের সাথে দেয় সে আড়ি---

          কিচির মিচির কি কথা কয়

          নিঝুম দুপুর বেলা?

          এ ডাল ও ডাল পালায়

          বেতাল খেলে মজার খেলা৷