লেখক
শিবরাম চক্রবর্তী
বাঙলার ছেলে বিশ্বের বুকে
ডা. সুভাষ মুখোপাধ্যায়,
নূতন তাঁর আবিস্কারকে
মৃত্যুর পর মেনে নেয়!
চৌত্রিশ বছর আগের কথা
তিনি বিশ্বের দ্বিতীয় জন,
টেস্ট বেবি আবিষ্কার করে
সবার মন করেন হরণ৷
তবে দুঃখে বলতেই হয়
বাঙলা তথা ভারত সরকার,
সেই সময় তারে সাহায্য নয়
অবজ্ঞাই জোটে বারংবার৷
অবশেষে মনের কষ্টে
গলায় দড়ির ফাঁসে তিনি,
অকাল মৃত্যুর পথটি বেছে
(মোদের) গালে থাপ্পড় মারলেন টানি?
প্যাটিক আর এডিও য়্যাড
টেস্ট টিউব বেবি প্রথম ভাগে
আবিষ্কার করে নোবেল পাওয়ায়
সবার ভালোই লাগে৷
আর একদিকে ডাঃ মুখোপাধ্যায়
মৃত্যুর চৌত্রিশ বছর পরেও
বাঙলা বা ভারত সরকার
কেউ এল না (তার) দেখতে ঘরেও৷
- Log in to post comments