একেও কি বাঁচা বলে

লেখক
শ্রী রতন সাহা

একি আনন্দ একি সম্বন্ধ

তোমার আমার মাঝে,

তব নাম তব গুণগ্রাম

নিরন্তর অন্তরে বাজে৷

আমি ভাবহারা ভাষা হারা

হৃদয়ে তোমারে চাই,

বল বন্ধু আনন্দ সিন্ধু

কেমনে এক হয়ে যাই৷

পাষাণ তো নও পরম দয়াময়

কোন রসে আছ মজে,

হৃদয়ে আমার জ্ঞানে অজ্ঞানে

তব নাম শুধু বাজে৷

কি সুখ যে আমি পাই

যেন মাতাল আমি নেশায়,

একেও কি বাঁচা বলে

তব নামে যে সব ভুলে যায়