‘‘গুরুকৃপা, মোক্ষপ্রাপ্তি ও মাইক্রোবাইটাম’’
কোন মানুষ যদি তার মনকে সূচাগ্র করতে চায় তবে ওই মানুষটিকে গুরুচক্রে মনকে রেখে ইষ্টের ধ্যান করতে হবে৷ কিন্তু প্রশ্ণ হ’ল গুরুচক্র কোথায় অবস্থিত ও গুরুচক্রে মন রাখতে হবে কেন? আসলে গুরুচক্র সহস্রার চক্রের ঠিক নীচে অবস্থিত৷ এখন, গুরুচক্র হ’ল মানব মহিমার সর্বোচ্চ চক্র বা বিন্দু৷ মানব দেহে পরমপুরুষের এটাই হ’ল অবস্থান কেন্দ্র৷ তাই এই সর্বোচ্চ বিন্দুতে মানুষ মন রেখে ধ্যান করবে৷ মানুষ তার মনের সমস্ত শক্তিকে এই বিন্দুতে যদি সংহত করতে পারে তবেই মানুষ একাগ্রতা লাভ করে ও সর্বজ্ঞ হ’য়ে উঠবে৷
- Read more about ‘‘গুরুকৃপা, মোক্ষপ্রাপ্তি ও মাইক্রোবাইটাম’’
- Log in to post comments