গবেষণাগার-শিশু

Baba's Name
শ্রী প্রভাতরঞ্জন সরকার

বিজ্ঞান দ্রুতগতিতে এগিয়ে চলেছেএগিয়েই চলেছে,এগিয়ে যাবেও বিজ্ঞানের নিন্দা করে কেউ তার অগ্রগতি রোধ করতে পারবে না যে সে ধরণের চেষ্টা করতে যাবে সে নিজেই পেছিয়ে পড়বে---বর্তমান জগৎ থেকে বাতিল হয়ে যাবে মানুষ৷ বৈজ্ঞানিক পদ্ধতিতে মানুষের আয়ুকে অবশ্যই দীর্ঘায়িত করতে পারবে৷ বিশেষ ক্ষেত্রে মৃতদেহে প্রাণ-সঞ্চারও করতে পারবে৷ বিজ্ঞানের সে সুদিনকে ত্বরান্বিত করবার প্রচেষ্টা অবশ্যই জীবসেবার একটা অঙ্গ ৷একদিন বৈজ্ঞানিক গবেষণাগারেই মানুষ মানব-শিশুকে তৈরী করতে শিখবে৷ তখন হয়তো অর্ডার দিয়েই মানুষ নিজের অর্ডার মত পছন্দ মত সন্তান পাবে৷ সেই গবেষণাগার-শিশুরা (laboratory babies) আজকের মানুষের চাইতে বুদ্ধিবৃত্তিতে সাধনায় অধ্যাত্মসম্পদে কেনইবা পেছিয়ে থাকবে! আজকের বিজ্ঞান-বিরোধীরা বলে থাকে মানুষ জীবিত বস্তু তৈরী করুক দেখি! সেদিনকার মানুষ তা তৈরী করে মুখের মত জবাব দেবে৷ প্রজ্ঞার বিকাশ সে কালের মানুষকে  অধিকতর অধ্যাত্মভাবাপন্ন করে তুলবে৷ সগুর্ণ্রহ্ম আজ প্রত্যক্ষভাবে যে কাজ করে চলেছে, পৃথিবীতে তাঁর সেই কাজের অধিক থেকে অধিকতর অংশ ক্রমশঃ মানবীয় আধারের মাধ্যমে হতে থাকবে৷ তখনকার দিনে মানবদেহের প্রজননশক্তি ধীরেধীরে লোপ পেয়ে যাবে৷

উৎস

আজকের সমস্যা বই থেকে