লেখক
কবি রামদাস বিশ্বাস
ধোঁয়া থেকে আসে ভূত
ধোঁয়াতে মিলায়৷
গন্না কাটা ভূত সে
ধরে গিলে খায়৷
ধোঁয়া খায় মানুষে
গিলতে নাহি পারে৷
ধোঁয়া খেয়ে গলগলিয়ে
ছাড়ে চারিধারে৷
সিগারেটের মুখ থেকে
গলাতে আসে৷
মারণ রোগ কর্কটে
তখন সে ফাঁসে৷
যখন সিগারেট খায়
তখন পায় মজা৷
জানে না বিধাতা তারে
কবে দেবে সাজা৷
কর্কট রোগে যেদিন
ধরে টিপে গলা৷
বন্ধুরা তামাশা বশে
করে নানা শলা৷
কর্কট রোগ ওর
রক্তে মিশে ছিল৷
বিনা দোষে সিগারেটের
দোষ দিয়ে গেল৷
তারপর নীলমণিরে
ধরিল কর্কটে৷
নীলমণি কেঁদে বলে
মারিল মর্কটে৷
- Log in to post comments