হারানো কবিতা

লেখক
জ্যোতিবিকাশ সিন্হা

বেশ কিছুদিন আগে বিদেশ-বিভঁূয়ে

হারিয়ে ফেলেছি কবিতার কয়েকটা পাতা৷

আখের ধারালো খাঁজেছিঁড়ে

দক্ষিণী হাওয়ায় গেছে উড়ে

সাদা তিলফুলের পরাগ মাড়িয়ে

কচুরীপানা ভরতি পুকুর পাড়ে,

চিনিকলের ঘাম ঝরানো শ্রমিকের

অশান্ত মনে একঝলক বাতাস ছড়িয়ে৷

ওই পাতাগুলোকে ভাসতে দেখেছি---

পড়ন্ত বিকেলের সোনালী আভায়

গোছা বেলুফুলে সাজানো বেনীর পাশাপাশি,

নির্বাক চাউনির উজ্জ্বল দ্যুতি হয়েছিল বাঙ্ময়৷

সাদা-কালো পাথরের অনুচ্চ টিলায়

আসক্তি-বিরক্তি, আনন্দ-বেদনা

সব মিলেমিশে একাকার

সাবলীল জৈবিক অস্তিত্বের শেষ সীমানায়৷

ছেঁড়া পাতার কবিতাগুলো আজও খুঁজি

মজাপুকুরের পাড়, চিনিকল কিংবা তিল ক্ষেতে

যেটুকু এখনো আছে জেগে

স্মৃতি-সাগরের নির্জন-দ্বীপে৷