লেখক
আচার্য গুরুদত্তানন্দ অবধূত
নাম গোত্র পরিচয়হীন
তুমি এক হৃদিরেখা
চলেছো সবে মাধুরী বিলায়ে
দিয়ে ক্ষণিক দেখা৷
কার আদেশে আসিয়া ভবে
গড়ে তোল সংসার
নিঃশেষে প্রাণ বিলিয়ে চলো
মানে সবে তাই হার৷
কলা কৃষ্টি নৃত্যগীতে
হরষিত করি সবে
জাগাও তুমি চেতনা মনে
আসিয়া এ ভবে৷
ভাবতরঙ্গে বহিয়া চিতে
শোনাও মাধুরী সুর
মদালসারূপে জাগিয়ে প্রাণে
আনো সমাজ ভোর৷
ঘনঘোর যত সরিয়া গিয়াছে
এল’ চাঁদনী রাত
রূপালী-রঙে সাজালে সবে
নহে আর অশ্রুপাত৷
নদের নিমাই ভাবস্রোতে মেতে
বাঁচালো মানবতা
তরুলতাদেরও বাঁচাতে হবে
নাশিতে দানবতা!
- Log in to post comments