হয়নি কিছুই চুরি

লেখক
ভবেশ কুমার বসাক

কী হয়েছে চুরি গেছে এক মুঠো ধান

তাতে কি হারিয়ে গেছে চাষীর সম্মান?

কত কিছুই চুরি গেল স্বরলিপি গান

একটুও কি চুরি হ’ল কবিতার সম্মান?

আবার কবি হয়ে রবী লিখছে আগুন গান

চোরের দলের হম্বিতম্বি সব হবে খানখান৷

আয়রে আমার সোণার প্রদীপ আয় দেশলাই কাঠি

তোদের নিয়েই জ্বালবো আবার সভ্যতারই বাতি৷

রামের বাণ আর জ্যোতির ঝলক হয়েছে যে মোর সাথী

বাণের তীরে শান দিয়েছি, গাইছে জ্যোতি প্রভাতী

ধ্যানে তুমি পরমপুরুষ, তাই আমি শক্তিমান

আগুন হয়ে দেখবো আমি চোরের রক্তস্নান৷

চুরি হয় হাতে গড়া মণি-মানিক্য কিংবা কড়ি

অন্তরাত্মার ভালবাসা কখনো হয় না চুরি৷

শান্ত থাকি শান্তি রাখি সকলের তরে ভাই

এই ভাবনা থাকলে সদা কোন দুঃখ নাই৷