জলছবি

লেখক
বিভাংশু মাইতি

বৃষ্টি জলে টল মল করে

পথ-ঘাট নদী-নালা

ভাসছে জলে আবর্জনা

কালির গলার মালা৷

করোনাকালে অথই জলে

গরীবের সংসার

নুন আনতে পান্তা ফুরোয়

চারদিকে হাহাকার৷

মুনাফাখোরের গোঁফে তা

দ্বিগুন হবে দাম

জোঁকের মত রক্ত চুষে

বলবে জয় শ্রীরাম৷

শাসকদল বেচে দেবে

দেশেরই সম্পদ

বলবে কী আর করা যাবে

আসে যদি বিপদ৷

ভাসছে মানুষ, ভাসছে পশু

ভাসছে গোটা দেশ

শাসক-শোষক দল বেঁধে

করলো সব নিঃশেষ৷

জাগো মানুষ জাগো

কালনিদ্রা ভাঙ্গো

নোতুন ধরা গড়তে হবে

কোমার বেঁধে লাগো