আইজ হামার বাপের
জনমদিন আছে বটে৷
আরে তুই জালিস লাই কোন বাপের?
হামার অন্তর্যামী বাপের৷
যে বাপের লামে সূরয উঠে,
পূর্ণিমার একফালি চাঁদটু দেখি,
যে বাপের লামে আনধার আকাশে
তারা ঝিঁকিমিকি করে লো৷
খোলা আকাশে পাখি কলকল করে,
মিরদু বাতাস বয়৷
জগতের দিন রাইত হয়৷ সেই বাপের৷
এই জগৎ সংসারটু হামার
বাপের লামেই চলে রে৷
কালো আনধারে ডুবে যায় রাইত...
রাইতের পরভাত হইলে সূরযের
মাঝখানটুতে হামার বাপরে দেইখতে পাবেক
হামার অন্তর্যামী বাপ এক লতুন
সমাজের সপন দিখাইনছে৷
হামাদের লব্য মানবতার কথা শুনাইনছে৷
জড়বাদের বিরুদ্ধে
সোচ্চারটু হইতে বইলছে৷
জড়বাদের বিরুদ্ধে
সোচ্চারটু হইতে বইলছে৷
আনধার থেইক্কে আলোর পথটু দিখাইনছে
আনন্দের পথটু দিখাইনছে৷
হামার বাপের লাম যে
আনন্দমূরতি আছে বটে৷
হামারসেই অন্তর্যামী বাপের
আইজ জনমদিন৷
কান পাতলে শুনতে পাবেক,
দূর শিমলা পাড়ায় মাদল বাজাইয়ে
আনন্দের লাচ লাইছে৷
আইজ হামার বাপের জনমদিন আছে বটে৷
- Log in to post comments