জন্মনিয়ন্ত্রণ

Baba's Name
শ্রী প্রভাতরঞ্জন সরকার

পৃথিবীর জনসংখ্যা দ্রুত বেড় চলেছে৷ অনেকেই এতে রীতিমত শঙ্কিত হয়ে পড়েছেন৷ পুঁজিবাদী দেশগুলিতে এজন্যে শঙ্কিত হবার যথেষ্ট কারণও রয়েচে৷ যেখানে জনসংখ্যা বৃদ্ধি মানেই জনগণের অধিকতর দারিদ্র্য৷ কিন্তু সামূহিক অর্থনৈতিক ব্যবস্থায় জনসংখ্যা বৃদ্ধিতে শঙ্কিত হবার কোন কারণ নেই৷ সামগ্রিক জনসংখ্যার আহার্য বা বাসস্থানের টান পড়লে তারা মিলিত প্রচেষ্টায় অনাবাদী অঞ্চলে নূতন শস্যক্ষেত্র গড়ে তুলবে, বৈজ্ঞানিক প্রচেষ্টায় জমির উৎপাদিকা শক্তি বাড়াবে, রাসায়নিক প্রক্রিয়ায় মাটি-জল-বায়ু থেকে মানুষের খাদ্য তৈরী করবে ও পৃথিবী যদি একান্তই কৃপণা বলে গণ্যা হয় তাহলে ভূমিসন্ধানী মানুষের দল বিভিন্ন গ্রহ-উপগ্রহের দিকে ছুটে যাবে তবে হ্যাঁ, যেকানে পুঁজিবাদী ব্যবস্থা আজও চালু আছে সেখানে ব্যষ্টিগতভাবে পারিবারিক অনটন এড়াবার জন্যে কেউ যদি জন্মশাসন ব্যবস্থার আশ্রয় নেয় তার বিরুদ্ধে লার কিছু থাকে না তবে পুরুষ বা নারীর শারীদ্দিক বিকৃতি এনে বা তাদের প্রজননশক্তি স্থায়ীভাবে নষ্ট করে দিয়ে জন্ম-নিয়ন্ত্রণের প্রচেষ্টা কিছুতেই সমর্থন করা যায় না কারণ তাতে করে তাদের মধ্যে যে কোনো মুহূর্তেই উৎকট ধরণের মানসিক প্রতিক্রিয়া দেখা দিতে পারে

উৎস

আজকের সমস্যা বই থেকে