লেখক
জয়তী দেবনাথ
কাশ-বালিকা, কাশ-বালিকা
কে-গো, তুমি বলো৷
মোদের সাথে লুকোচুরি,
কেন এমন খেলো?
তোমার ছোঁয়ায় মাতলো ভূবন,
ওগো মায়াবিনী৷
কাশ বালিকা তুমি কি শুধুই
রূপকথারই রাণী?
তোমার রূপে মুগ্দ শরৎ
উঠলো এমন মেতে
ভরছে পবন সুরভীতে,
সে-কি বিপুলানন্দে!
কাশ বনের ওই শোভা দেখি,
দুটি নয়ণ ভরে ৷
তৃষিত মোর দৃষ্টি কেবল,
কাশ বালিকার তরে৷৷
কাশ বালিকা কাশ বালিকা বলো না তুমি কে-গো৷
আভাস শুধুই পাই যে তোমার
দেখতে পাই নে তো৷৷
- Log in to post comments