কবির কথায় কবি স্মরণে

গহণ রাতে শ্রাবণধারা পড়িছে ঝরে,

            কেন গো মিছে জাগাবে ওরে ৷৷

এখনো দুটি আঁখির কোণে যায় যে দেখা

                                    জলের রেখা,

না-বলা বাণী রয়েছে যেন অধর ভরে৷৷

না হয় যেয়ো গুঞ্জরিয়া বীণার তারে

মনের কথা শয়নদ্বারে৷

না হয় রেখো মালতীকলি শিথিল কেশে

                        নীরবে এসে,

নাহয় রাখী  পরায়ে যেয়ো ফুলের ডোরে৷

কেন গো মিছে জাগাবে ওরে৷৷

            *                         *             *

আজ কিছুতেই্‌ যায় না মনের ভার

দিনের আকাশ মেঘে অন্ধকার ---হায়রে৷৷

            মনে ছিল আসবে বুঝি,

আমায় সে কি পায় নি খুঁজি

না-বলা তার কথা খানি জাগায় হাহাকার৷৷

সজল হাওয়ায় বারে বারে

সারা আকাশ ডাকে তারে৷৷

বাদল দিনের দীর্ঘশ্বাসে

জানায় আমায় ফিরবে না সে---

বুক ভরে সে নিয়ে গেল বিফল অভিসার