লেখক
রবীন্দ্রনাথ সেন
বাউলে ভরা এই রাঢ়ের ভূমিতে
কীর্তন জন্ম নিল তারই প্রেরণাতে৷
বাউল আশ্রয়ী এই রাঢ়ীয় কীর্ত্তনে
ভাব মাধুর্য্যে ভরা ঈশ্বরীয় গানে৷
কানের ভিতর দিয়া মরমে সে পশে
আকুল করে প্রাণ কোন্ সে আবেশে৷
মাটির কবি জয়দেব চণ্ডীদাস ঠাকুর
নোতুন মূর্চ্ছনায় বেঁধেছিল কীর্ত্তনের সুর৷
সেই সুর ভেসে চলে গ্রাম হতে গ্রামে
‘তোমারে ধরিতে চাই তোমার কীর্ত্তন নামে’৷
মহাপ্রভু এলেন যেদিন রাাভূমি ’পরে
অপূর্ব এই বাউল কীর্ত্তন স্পর্শ করে তারে৷
স্বতঃ প্রবৃত্ত নিমাই ঠাকুর গেলেন বলে
কীর্ত্তন করিব আমি, ‘রাঢ়ী সুরে রাঢ়ী বোলে৷’
- Log in to post comments