লেখক
প্রণবকান্তি দাশগুপ্ত
শোন শোন ভক্তগণ শোন মন দিয়া,
কীর্ত্তন করো গো সবে হৃদয় মথিয়া৷
ৰাৰা নামে ব্রহ্ম নামে ভর মনপ্রাণ,
ৰাৰা নামে যে মাতে গো সে যে বুদ্ধিমান৷
দুই হাত তুলে নাচো ‘ৰাৰা নাম’ বলে,
বিশ্ব জুড়ে সেই দৃশ্য--- দেখুক সকলে৷
‘ৰাৰা নাম কেবলম্’ মুক্তিমন্ত্র সিদ্ধ
ৰাৰা নাম ভজ’ পাবে ৰাৰার সান্নিধ্য
প্রাণ খুলে নাচো গাও মৃদঙ্গের তালে
ভক্তিস্রোতে বৈকুন্ঠের দ্বার যাবে খুলে
যেথায় কীর্ত্তনে মাতে যত ভক্তগণ
যোগীর হৃদয় ছেড়ে সেথা আগমণ৷
ভক্তির কাণ্ডারী তিনি--- চিনি বা না চিনি,
আসবেন আসবেন আসবেন তিনি৷
ৰাৰা নামে ধরাধাম কর মুখরিত,
হয়ো না শঙ্কিত কেউ, হয়ো না লজ্জিত৷
বিদ্যা নয়, বুদ্ধি নয়---শুধু ভক্তি -অর্ঘ্য---
কী আনন্দ, কী আনন্দ, মর্ত্তলোক স্বর্গ৷
ফের বলি, ৰাৰা নামে ভরো মন প্রাণ
ৰাৰা নামে যে মাতে গো সে যে বুদ্ধিমান৷
- Log in to post comments