লেখক
প্রণবকান্তি দাশগুপ্ত
কত অণুু-পরমাণু জড়-সংঘর্ষে
জাগে প্রাণ, জাগে গান নব নব হর্ষে!
কত তরু, কত মরু, পাহাড় সমুদ্র
কখনও শান্ত তারা কখনও বা রুদ্র৷
মাথার ওপরে দেখো, আকাশের চাঁদোয়া,
সকালের রোদ্দুরে পাখীদের গা-ধোওয়া৷
বনে বনে ফোটে ফুল, কত রঙ কত শোভা
খঁুজে খুঁজে দলে দলে আসে অলি মধু-লোভা৷
মেঘে মেঘে কত রূপ, কত রঙ ঝলসায়
বনে বনে শুনি গান, পাখীদের জলসায়৷
রঙে রসে অপরূপ, অরূপের সৃষ্টি
কতটুকু দেখি তার, কতটুকু দৃষ্টি৷
সৃষ্টির পশ্চাতে স্রষ্টা যে রহস্য---
সবই তাঁর কল্পনা, সত্যিও অবশ্য৷
- Log in to post comments