লেখক
কবি রামদাস বিশ্বাস
শূন্য থেকে মাইক্রোবাইটা
করোনা যে এল৷
এমন মারণ ব্যাধি আগে
মানুষ কবে পেল!
পায়নি কেহ পায়নি কেহ
এই যে পাপের শাস্তি৷
ভুলে গেছে ন্যায়-অন্যায়
ভুলে অস্তি-নাস্তি৷
দুষ্টকর্মে অণুজীবৎ
নেতিবাচক রূপে
মেরে মেরে দেয় যে ফেলে
নরক নামক কূপে৷
দুই রকম অণুজীবৎ
চরাচরে আছে৷
মন্দ কাজে মরে মানুষ
ভালো কাজে বাঁচে৷
মানুষ হয়ে মানুষ যদি
পশুর কর্ম করে,
মন্দ অণুজীবৎ পেয়ে
পশুর মত মরে৷
- Log in to post comments