লেখক
কৌশিক খাটুয়া
স্বেত-শুভ্র মল্লিকা ফুল
জনপ্রিয়তার তুঙ্গে,
কুসুমকলি অভিমানে কয়
আমিওতো আছি সঙ্গে৷
রূপে-রসে-বসে মৃদু হাসি হাসে
পঞ্চমুখে প্রশংসিত,
মধুপ-ভ্রমর গুনগুনিয়ে
কী গান গোপনে যায় শুনিয়ে
ফুল লজ্জায় অবনত৷
কুসুমকলি অভিমানে কয়
নাই বুঝি মোর কোনো পরিচয়!
তবে কেন মোরে অবজ্ঞা ভরে
জনগণ যায় সরে?
সবাইতো শুধু তোমা পানে চায়,
কোমল হাতের পরশ ছোঁয়ায়,
একই মায়ের সন্তান হয়ে
ব্যতিক্রম সুবিচারে!
কুসুম বোঝায়, প্রিয় ভগিনী
রাজ দরবারে আজ আমি রানী,
আগামীকাল মালিন্য-গ্রাসে
অখণ্ড অবসরে,
তুমি তো তখন মহারানী বেশে
স্থিত রাজ দরবারে৷
আজকে সতেজ, কাল হব বাসি,
সবার নজর হয় উদাসী,
তাই যতক্ষণ আছি, সবে ভালবাসি৷
অহং ত্যাজিয়া সবিনয়ে জানাই
দেব পদতলে নিতে চাই ঠাঁই৷
যার কৃপাতে হয়েছি উদয়,
অগতির গতি, পরমাশ্রয়,
এত ঐশ্বর্য, এত বৈভব,
এত নাম ডাক, এত কলরব,
একটি দিবস অতিক্রমে
থাকে নাকো পরিচয়!
কৃতজ্ঞতায় বার বার বলি
পরমপিতার জয়৷
- Log in to post comments